সেখ রিয়াজুদ্দিন ও আজিম সেখ, বীরভূম, আপনজন: রাজ্য ও কেন্দ্র সরকারের লাগামহীন দূর্নীতি ও অত্যাচারের প্রতিবাদে এবং অত্যাচার মুক্ত পঞ্চায়েত ভোটের দাবিতে বৃহস্পতিবার বীরভূম জেলা কংগ্রেসের ডাকে বোলপুর চিত্রা মোড়ে ধর্না অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে বক্তব্যের মাধ্যমে রাজ্য ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন বক্তারা। ধর্না অবস্থান মঞ্চে উপস্থিত জাতীয় কংগ্রেসের নেতৃত্ব রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন দূর্নীতির বিরুদ্ধে বক্তব্যের মাধ্যমে সোচ্চার হতে থাকেন। এদিন বোলপুর জাতীয় কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে একটি ধিক্কার মিছিল বের করে শহর পরিক্রমা করে এবং চিত্রা মোড়ে প্রায় দুই ঘণ্টা ধরে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করেন।ধর্না মঞ্চে উপস্থিত জাতীয় কংগ্রেসের নেতৃত্ব তাদের বক্তব্যের মাধ্যমে বলেন যে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী কেন্দ্র সরকারের কাছে বিভিন্ন খাতে টাকা পাবো, কিন্তু দিচ্ছে না ইত্যাদি বলে দুদিন ধরে নাটক করছেন পশ্চিমবঙ্গের জনগণের কাছে। মানুষের মন গলানোর জন্য। পশ্চিম বঙ্গ আজকে চোরে চোরে ভর্তি হয়ে গেছে। পশ্চিম বঙ্গে আজকে চাকরি চুরি, বালি চুরি, কয়লা চুরি, ডিসিআর চুরি ইত্যাদি চুরি চুরিতে বাংলার মানুষ জর্জরিত। আর কেন্দ্র সরকার রাহুল গান্ধীর যে সাংসদ পদ খারিজ করেছে তার প্রতিবাদ জানানো হয়, সেই সাথে আগামী পঞ্চায়েত নির্বাচন যাহাতে সন্ত্রাস মুক্ত নির্বাচন হয় তারজন্য ধর্না অবস্থান বলে জানা গেছে। এদিন ধর্না মঞ্চে বোলপুর এলাকার রূপপুর অঞ্চলের প্রাক্তন তৃণমূল কংগ্রেস সভাপতি কাজী নুরুল হুদা তার দল বল সহ জাতীয় কংগ্রেসে যোগদান করেন প্রায় ২৫০ থেকে ৩০০ জন সদস্যদের নিয়ে বলে কংগ্রেসের পক্ষ থেকে দাবি।সদ্য তৃণমূল ছেড়ে আসা সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেন কংগ্রেসের জেলা সভাপতি মিল্টন রসিদ। এদিন বিক্ষোভ মিছিল ও ধর্ণা মঞ্চে উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেসের জেলা সভাপতি মিল্টন রশিদ, জেলা কার্যকরী সভাপতি চঞ্চল চ্যাটার্জী ও অসীম মুখার্জী,মহকুমা সভাপতি তপন সাহা প্রমুখ নেতৃত্ব। উল্লেখ্য গতকাল রামপুরহাট ভাঁড়শালা মোড়েও একই দাবিতে অবস্থান বিক্ষোভ করা হয় রামপুরহাট মহকুমা কংগ্রেসের পক্ষ থেকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct