আপনজন ডেস্ক: মধ্যপ্রদেশে রামনবমী উপলক্ষে পূজা দিতে গিয়ে কূপে পড়ে অন্তত ১৪জন তীর্থযাত্রীদের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোরের প্যাটেল নগর এলাকায় বালেশ্বর মহাদেব ঝুলেলাল মন্দিরে এ দুর্ঘটনা ঘটে। এদিন সকালে শ্রী বালেশ্বর মন্দিরে কয়েক শ তীর্থযাত্রী হাজির হয়েছিলেন। পূজো চলাকালীন বেশ কিছু ভক্ত মন্দিরের ভেতরেই একটি কূপকে ঢেকে রাখতে ব্যবহৃত স্ল্যাবের ওপর উঠে পড়েন। কূপটি বহু পুরোনো। সেটির মুখ কংক্রিটের স্ল্যাব দিয়ে ঢাকা ছিল। মানুষের ওজনে সেই স্ল্যাবটি ভেঙে পড়ে বলে পুলিশ জানিয়েছে। মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রা বলেন, ১৯ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়। আর কূপ থেকে ১১ জনের মৃতদেহ উদ্ধার হয়। তাঁদের মধ্যে ১০ জন নারী ও ১ জন পুরুষ। ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান নিহত ব্যক্তিদের পরিবারপ্রতি ৫ লাখ টাকা এবং আহত ব্যক্তিদের জন্য ৫০ হাজার টাকা সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনায় টুইটে লিখেছেন, ‘ইন্দোরের এ দুর্ঘটনায় আমি অত্যন্ত ব্যথিত। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে কথা বলে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জেনেছি। রাজ্য সরকার দ্রুতগতিতে উদ্ধার ও ত্রাণকাজ চালাচ্ছে। হতাহত ও তাঁদের পরিবারের জন্য আমার প্রার্থনা করছি।’ শোক প্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। রাহুল বলেন, ইন্দোরের বেলেশ্বর মহাদেব ঝুললাল মন্দিরে ধর্মীয় অনুষ্ঠানের সময় দুর্ঘটনার খবর অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, ‘এই দুর্ঘটনায় যারা মারা গেছেন তাদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct