দেবাশীষ পাল, মালদা, আপনজন: মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় পথশ্রী রাস্তার উদ্বোধন করেছেন। তার রেশ কাটতে না কাটতে রাস্তার দাবি জানিয়ে পথে নামলেন তিনচারটি গ্রামের মানুষ। বুধবার সকাল প্রায় দশটা নাগাত মালদা নালাগোলা রাজ্য সড়কে ১২ মাইল এলাকায় রাস্তার দাবিতে পথ অবরোধে নামে হবিবপুর ব্লকের জগন্নাথপুর রাধাকান্তপুর, রামকৃষ্ণপুর প্রায় ১৬ কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা রয়েছে তার দাবিতে পথ অবরোধ। গ্রামের অসংখ্য মহিলা ও পুরুষেরা রাস্তা চাই ব্রিজ চাই হাতে প্লে কার্ড নিয়ে সকাল থেকে মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন।বিক্ষোভ কারিরা জানান হবিবপুর থানার অন্তর্গত মঙ্গলপুরা অঞ্চলের রাধাকান্তপুর, জগন্নাথপুর, রামকৃষ্ণপুর তিন চারটে গ্রামের রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে।বহুবার বিভিন্ন দফতে জানিনা সত্ত্বেও কোন লাভ হয়নি তাই হাতে প্লে কার্ড নিয়ে এবার পথে নামলেন অসংখ্য মহিলারা। রাস্তার তৈরি কাজের বাকি অংশের ও দুটি সেতু সহ ১৬কিমি রাস্তার দাবি। রাস্তার কাজ না করে বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে। যতক্ষণ না পর্যন্ত পূরণ করা হবে অবরোধ চলবে। খবর পেয়ে ঘটনাস্থলে হবিবপুর থানার আইসি সুবীর কর্মকার ঘটনা স্থলে আসেন বিক্ষোভ কারীদের সাথে কথা বলেন। অবশেষে চার ঘন্টা পর পথ অবরোধ তুলে নেয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct