নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: বুধবার কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি ও বাংলার বঞ্চনার বিরুদ্ধে-সহ একাধিক ইস্যুতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকা সমাবেশ সফল করতে বিধাননগর পুরনিগমের আটঘরা ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের অসংখ্য কর্মী পৌঁছায় শহীদ মিনার ময়দানে। বাস-সহ একাধিক পরিবহনে চাপিয়ে দলীয় কর্মীদের সভাস্থলে নিয়ে যাওয়ার তদারকি ও নেতৃত্বে দেন আটঘরা ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মমতা মণ্ডল ও প্রাক্তন কাউন্সিলর আজিজুল হোসেন মন্ডল। চলছে রমযান মাস। তাই অভিষেকের সভায় যোগদানকারী রোযাদার কর্মীদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন আজিজুল। সেইসঙ্গে অন্যান্যদেরও মধ্যাহ্নভোজের ব্যবস্থা করেন তিনি। আজিজুল বলছেন, কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে ডাকা অভিষেক বন্দ্যোপাধ্যায় সমাবেশকে সফল করতে ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেসের মহিলা, ছাত্রযুব মিলে অসংখ্য কর্মী ধর্মতলায় হাজির হয়েছিল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct