আপনজন ডেস্ক: অর্থনৈতিক সংকটে ভুগছে পাকিস্তান। দেশটিতে বেড়ে গেছে মূদ্রাস্ফীতি। জনগনের নাগালের বাইরে চলে গেছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। খাদ্য সংকটে দিশেহারা হয়ে জনগন বিনামূল্যে বিতরণের আটার ট্রাক লুট করার মতো ঘটনাও ঘটেছে দেশটিতে। দেশটিতে মালপত্র আমদানি করাও বন্ধ রয়েছে। কোথাও কোথাও অর্থ দিয়েও মিলছে না ডাল, আটা, তেলের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওতে দেখা যায়, ট্রাকটি ঘটনাস্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই বিপুল সংখ্যক মানুষ ট্রাকটিকে ঝাঁপিয়ে পড়েছে। অনেকেই ট্রাকে উঠে আটার বস্তা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে । এই অবস্থায় ট্রাক চালকরা জনতার হাত থেকে বাঁচতে দ্রুত পালিয়ে যায়। ভিডিওতে লুট করা করা ময়দা নিয়ে নিজেদের মধ্যে লড়াই করতেও দেখা যায়। পুলিশ সংবাদ সংস্থা ডনকে জানায়, আটার ট্রাক লুট করার অভিযোগে ৪০ জনকে আটক করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct