আপনজন ডেস্ক: চীন ও রাশিয়ার নেতৃত্বাধীন শক্তিশালী আঞ্চলিক জোট সাংহাই সহযোগিতা সংস্থায় (এসসিও) যোগদানে সৌদি আরব এক ধাপ এগিয়েছে। সরকারি সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, এসসিওর সংলাপ অংশীদার হওয়ার বিষয়ে একটি স্মারকলিপি অনুমোদন করেছে সৌদি। বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সভাপতিত্বে মঙ্গলবারের বৈঠকে দেশটির মন্ত্রিসভা এ অনুমোদন দেয়। ২০০১ সালের জুনে চীন, রাশিয়া, উজবেকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান ও তাজিকিস্তান নিয়ে এসসিও প্রতিষ্ঠিত হয়েছিল। এই ইউরেশীয় রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা জোট বিশ্বের বৃহত্তম আঞ্চলিক সংস্থা হিসাবে স্বীকৃত। সংস্থাটির আটটি সদস্য রাষ্ট্র, চারটি পর্যবেক্ষক রাষ্ট্র এবং তুরস্কসহ বেশ কয়েকটি সংলাপ অংশীদার রয়েছে। এসপিএ জানিয়েছে, জেদ্দার আল-সালাম প্রাসাদে বাদশাহর নেতৃত্বে সৌদি মন্ত্রিসভার এক অধিবেশন চলাকালীন এই অনুমোদন দেওয়া হয়েছে। অধিবেশন চলাকালীন বাদশাহ সালমান সৌদি ও চীনের মধ্যে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ চালু করার অনুমোদনও দেন।পাকিস্তান ও ভারত ২০১৭ সালে এসসিওর পূর্ণ সদস্য হয়। ২০০৫ সালের জুন থেকে ইরান এসসিওতে পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে যোগ দেয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct