মনিরুজ্জামান, কলকাতা, আপনজন: কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি,বিরোধী দলের প্রতি বিমাতৃসুলভ আচরণ, কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক বঞ্চনা, কেন্দ্রীয় সংস্থাগুলোর অপব্যবহার, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি ইত্যাদির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস বুধবার কলকাতার শহীদ মিনার ময়দান এবং রেড রোডে বি আর আম্বেদকরের মূর্তির পাদদেশ থেকে গর্জে উঠলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্বরা। তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে আক্রমণ করে দেশের বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করেন। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা রাজ্য সরকারের সার্বিক উন্নয়নের উপর ভর করেই বিপুল ভোটে জয়যুক্ত হবেন বলেও তিনি আশা ব্যক্ত করেন। শহীদ মিনার ময়দান থেকে কেন্দ্রের জনবিরোধী বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, ইসলাম ধর্মের পবিত্র রমজান মাস চলার জন্য শহীদ মিনার ও আম্বেদকর মূর্তির পাদদেশে আগত ধর্মপ্রাণ মানুষদের জন্য মহামেডান স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে ইফতারের বন্দোবস্ত করা হয়। সমাবেশে আগত মুসলিম তৃণমূল সমর্থকরা সেখান থেকে ইফতার সমগ্রী নিযে ইফতার করেন। সমগ্র বিষয়টির তদারকিতে ছিলেন মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি আমিরউদ্দিন ববি, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ প্রমুখ। ছিলেন দলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদারও। কোনও সমস্যা ছাড়াই অত্যন্ত সুষ্ঠু ভাবেই ইফতার পর্ব সম্পন্ন হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct