আপনজন ডেস্ক: এই তো কয়েক দিন আগেই প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে আফগানিস্তান। শারজায় পাকিস্তানের তারুণ্য নির্ভর দল রশিদ খান, ফজলহক ফারুকীর বোলিংয়ের সামনে প্রথম দুই ম্যাচেই হেরে যায়। রশিদ খানদের এমন দুর্দান্ত পারফরম্যান্সের ছাপ পড়েছে আইসিসি ব়্যাঙ্কিংয়ে। ওয়ানিন্দু হাসারাঙ্গাকে সরিয়ে আইসিসি টি-টোয়েন্টি বোলারদের ব়্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছেন রশিদ। আফগান পেসার ফজলহক ফারুকী উঠে এসেছেন ৩ নম্বরে। ব়্যাঙ্কিংয়ের ৮ নম্বরে আছেন মুজিব উর রেহমান। অর্থাৎ শীর্ষ ১০ জনের মধ্যে এখন তিনজনই আফগানিস্তানের। শারজায় তিন ম্যাচ সিরিজে প্রথম দুই ম্যাচ জিতে নেয় আফগানরা। এই সিরিজে ৩ ম্যাচে ৫.১৬ ইকোনমিতে ৩ উইকেট নিয়েছেন রশিদ। তাতে এই লেগ স্পিনারের রেটিং পয়েন্ট বেড়েছে ১৫ পয়েন্ট। ৭১০ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছেন তিনি। ২ নম্বরে থাকা লঙ্কান হাসারাঙ্গার রেটিং পয়েন্ট এখন ৬৯৫। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচে ফজলহক ফারুকী উইকেট নিয়েছেন ৫টি। বল করেছেন অবিশ্বাস্য ইকোনমি রেটে—৪.৭৫। এমন দুর্দান্ত এক সিরিজ কাটিয়ে এই পেসারের রেটিং পয়েন্ট বেড়েছে ৬০, ব়্যাঙ্কিংয়ে এগিয়েছেন ১২ ধাপ। একই সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়া শাদাব খান টি-টোয়েন্টি অলরাউন্ডারদের ব়্যাঙ্কিংয়ে ৮ ধাপ এগিয়ে ৪ নম্বরে উঠে এসেছেন। বোলারদের ব়্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়ে এখন আছেন ১২ নম্বরে। সর্বশেষ সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। সে সিরিজে ৩ ম্যাচে ৬ উইকেট নিয়ে আলজারি জোসেফ এগিয়েছেন ১৭ ধাপ, আছেন ৩৩ নম্বরে। অন্যদিকে জনসন চার্লস সিরিজের দ্বিতীয় ম্যাচে ৩৯ বলের সেঞ্চুরি করে ৯২ ধাপ এগিয়ে ১৭ নম্বরে উঠে এসেছেন। প্রোটিয়া ব্যাটসম্যান রাইলি রুশো এগিয়েছেন দুই ধাপ, আছেন ৬ নম্বরে। তিন ম্যাচের সিরিজে ১৭২ রান করে ৮ ধাপ এগিয়ে ১২ নম্বরে উঠেছেন প্রোটিয়া ওপেনার রিজা হেনড্রিকস। টি-টোয়েন্টি ব়্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ পিছিয়ে ২১ নম্বরে নেমে গেছেন বাংলাদেশের নাজমুল হোসেন। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে রান পাননি এই ব্যাটসম্যান। লিটন দাস আছেন আগের অবস্থানেই—২২–এ। ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে যথারীতি সূর্যকুমার যাদব। আর অলরাউন্ডারদের শীর্ষে সাকিব আল হাসান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct