আপনজন ডেস্ক: ২০১৮ থেকে ২০১৩ সালের মধ্যে ভারতের ৪৫টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় (সিইউ) থেকে অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি), তফসিলি জাতি (এসসি) এবং তফসিলি উপজাতি (এসটি) থেকে ১১ হাজারেরও বেশি শিক্ষার্থী ড্রপ আউট হয়েছেন। শিক্ষা প্রতিমন্ত্রী ড. সুভাষ সরকার একটি লিখিত উত্তরে জানিয়েছেন, গত পাঁচ বছরে এই তিনটি বিভাগ থেকে চার হাজারেরও বেশি শিক্ষার্থী আইআইটি থেকে সরে গেছে এবং একই সময়ে এসসি, এসটি এবং ওবিসি বিভাগের মোট ৩৬৬ জন শিক্ষার্থী আইআইএম থেকে বাদ পড়েছে। তথ্য দিয়ে মন্ত্রী বলেন, ৬,৯০১ জন ওবিসি শিক্ষার্থী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ছেড়েছে, ৩,৫৯৬ জন এসসি শিক্ষার্থী বাদ পড়েছে এবং ৩৯৪৯ জন এসটি শিক্ষার্থী তাদের পড়াশোনা চালিয়ে যায়নি। একইভাবে, আইআইটিগুলিতে ২,৫৪৪ জন ওবিসি শিক্ষার্থী ড্রপ আউট, ১,৩৬২ জন এসসি এবং ৫৩৮ জন এসটি শিক্ষার্থী তাদের কোর্স অনুসরণ করেনি।
আইআইএমগুলিতে ১৩৩ জন ওবিসি, ১৪৩ জন এসসি এবং ৯০ জন এসটি শিক্ষার্থী তাদের কোর্স থেকে বাদ পড়েছেন। ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে সমস্ত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম) থেকে ওবিসি, এসসি এবং এসটি থেকে সরে যাওয়া শিক্ষার্থীদের সংখ্যা সম্পর্কে তামিলনাড়ুর সাংসদ তিরুচি শিবের এক প্রশ্নের জবাবে ড. সরকার বলেন, উচ্চশিক্ষা ক্ষেত্রে শিক্ষার্থীদের কাছে একাধিক বিকল্প রয়েছে। তারা একই প্রতিষ্ঠানে এক কোর্স / প্রোগ্রাম থেকে অন্য কোর্সে স্থানান্তরিত হয়। মন্ত্রী বলেন, অভিবাসন বা প্রত্যাহারের প্রধান কারণ হল শিক্ষার্থীরা তাদের পছন্দের অন্যান্য বিভাগ/ প্রতিষ্ঠানে বা কোনও ব্যক্তিগত কারণে আসন অর্জন করে। সরকার দরিদ্র আর্থিক পটভূমির শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়তা করার জন্য ফি হ্রাস, আরও ইনস্টিটিউট প্রতিষ্ঠা, বৃত্তি এবং জাতীয় স্তরের বৃত্তির অগ্রাধিকার অ্যাক্সেসের মতো বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এসসি/এসটি ছাত্রছাত্রীদের কল্যাণে আইআইটি-তে টিউশন ফি মকুব, সেন্ট্রাল সেক্টর স্কিমের আওতায় জাতীয় বৃত্তি প্রদান, ইনস্টিটিউটগুলিতে স্কলারশিপ প্রভৃতি প্রকল্প রয়েছে। গত পাঁচ বছরে আইআইটি, সিইউ-র মতো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এসসি/এসটি শিক্ষার্থীদের মধ্যে জাতিগত বৈষম্য এবং বিচ্ছিন্নতা নিয়ে তামিলনাড়ুর সাংসদ ভাইকোর আরেকটি প্রশ্নের জবাবে ড. সরকার বলেন, গত পাঁচ বছরে আইআইটিগুলিতে এসসি/ এসটি শিক্ষার্থীদের মধ্যে জাতিগত বৈষম্য এবং বিচ্ছিন্নতার কোনও ঘটনা ঘটেনি। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মন্ত্রী বলেন, জাতিগত বৈষম্যের কোনও তথ্য কেন্দ্রীয়ভাবে রাখা হয় না। মন্ত্রী আরও জানান, আইআইটির ক্ষেত্রে ২০১৮ সালে ২ জন এসসি ছাত্র, ২০১৯ সালে ১ জন এসসি ছাত্র, ২০২২ সালে ১ জন এসসি ছাত্র এবং ১ জন এসটি ছাত্র এবং ২০২৩ সালে ২ জন এসসি ছাত্রের আত্মহত্যার ঘটনা ঘটেছে। সে ক্ষেত্রে ২০১৭ সালে ৪ জন এসসি শিক্ষার্থী, ২০১৮ সালে ২ জন এসসি শিক্ষার্থী এবং ২০২১ সালে ১ জন এসসি শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct