আপনজন ডেস্ক: প্রবল বৃষ্টিপাতের ফলে মধ্য আমেরিকার দেশ ইকুয়েডরে পাহাড় ধস হয়েছে। এতে অন্তত ৭ জন নিহত ও আহত হয়েছেন আরো ২৩ জন। এছাড়া নিখোঁজ রয়েছেন ৪৬ জন। ইকুয়েডরের শিম্বোরাজো প্রদেশের আলাউসি শহরে রোববার দিবাগত রাতে পাহাড় ধসের ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির জাতীয় রিস্ক এজেন্সি বিষয়টি নিশ্চিত করেছে। সোমবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা। যদিও সোমবার একটি প্রাথমিক বিবৃতিতে পাহাড় ধসে ১৬ জন নিহতের তথ্য জানিয়েছিল ইকুয়েডরের জাতীয় রিস্ক এজেন্সি। কিন্তু পরে সংস্থাটি এ সংখ্যা সংশোধন করে জানায়,সাত জন মারা গেছে এবং মাটির নিচে চাপাপড়া অন্তত ৩২ জনকে উদ্ধার করা হয়েছে। ইকুয়েডরের পরিবহন মন্ত্রী দারিও হেরেরা দুর্ঘটনাকবলিত এলাকা আলাউসি পরিদর্শন করেন। এ সময় তিনি জানান, আমাদের এখন প্রধান লক্ষ্য ঘরগুলো থেকে মানুষজনকে সরিয়ে নিরাপদে নেয়া। টুইটারে প্রকাশিত এক বিবৃতিতে রিস্ক এজেন্সি বলেছে, এ পাহাড় ধসের ঘটনায় অন্তত ৫০০ ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং অন্তত ১৬৩টি বাড়ি বিধ্বস্ত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উদ্ধারকারীরা ডগ স্কোয়াডের সহায়তা নিয়ে মাটির নিচে চাপা পড়াদের উদ্ধারে কাজ করে যাচ্ছে। কিছু কিছু স্থানে পুরো বাড়িই মাটির নিচে চাপা পড়ে গেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct