জাকির সেখ, মুর্শিদাবাদ, আপনজন: ঈদে তিন দিনের সরকারি ছুটি চেয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন অনেকেই। বাদ যায়নি শিক্ষক, চিকিৎসক, সমাজকর্মী এবং বিভিন্ন মুসলিম সংগঠনের কর্মীরা। এবার দুই ঈদে তিনদিন করে ছুটি চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন অল বাংলা ইমাম মুয়াজ্জিন এ্যাসোসিয়েশন এন্ড চেরিটেবল ট্রাস্টটের রাজ্য সাধারণ সম্পাদক মাওলানা নিজামুদ্দীন বিশ্বাস। সোমবার মুর্শিদাবাদে জেলা কমিটির বৈঠকের পর রাজ্য সভাপতি মাওলানা জিয়াউল হক লষ্করের পরামর্শে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক চিঠি ই-মেল করেছেন মাওলানা নিজামুদ্দীন বিশ্বাস। ওই চিঠিতে মাওলানা নিজামুদ্দীন বিশ্বাস জানিয়েছেন, এই দুই ঈদে ছুটি বাড়িয়ে তিনদিন তিনদিন করে ৬ দিন করার দাবি জানাচ্ছি। তিনি বলেন, উত্তরবঙ্গে কর্মরত মুর্শিদাবাদ জেলার কোনও সরকারি কর্মীর ঈদের ছুটিতে বাড়ি আসতে একদিন লেগে যায়। কারও কোথাও পরীক্ষা থাকলে ঈদের পরের দিন দূরবর্তী এলাকায় জমতে পারবে না। কারও দুর্ঘটনা ঘটলে সমস্যা দেখা দেয়। এই রকম হাজারো সমস্যা থাকায় অনেকে খুশির ঈদ পালন করতে পারে না। তাই এই সমস্যা এড়াতে মানবিকতার খাতিরে দুই ঈদের ছুটি বাড়ানো দরকার বলে মনে করেন তিনি। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সংখ্যানুপাতে সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব দেওয়ার কথাও চিঠিতে লিখেছেন তারা। এছাড়া রমজান মাসে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেরও দাবি জানানো হয় সংগঠনের পক্ষ থেকে। এদিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা ইমাম মুয়াজ্জিন সংগঠনের সহ সভাপতি মাওলানা সাজারুল ইসলাম, মাওলানা আসাদুজ্জামান কাসেমী, হাফেজ জাকির প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct