আপনজন ডেস্ক: এবার বিদেশিদের সম্পত্তি কেনার সুবিধা দিতে যাচ্ছে দেশটি। বিদেশিদের জন্য সুযোগ-সুবিধা বাড়ানোর সিদ্ধান্ত অনেক আগেই নিয়েছে সৌদি আরব। এর অংশ হিসেবে এজন্য নতুন আইন করার চিন্তা-ভাবনা করছে সৌদি কর্তৃপক্ষ। সৌদির রিয়েল এস্টেট জেনারেল অথরিটির (আরইজিএ) প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আলহাম্মাদ জানিয়েছেন, নতুন আইনটি পর্যালোচনা করা হচ্ছে। তবে নতুন আইনটি কার্যকর হলে সৌদির নাগরিক নয় এমন ব্যক্তিরাও কিনতে পারবে সম্পত্তি। নতুন নিয়মে জারি করা হলে আবাসিকের পাশাপাশি বাণিজ্যিক সম্পত্তিও অন্তর্ভুক্ত থাকবে। আলহাম্মাদ বলেন, আইনের প্রাথমিক খসড়ায় দেখা গেছে, মক্কা ও মদিনাসহ সৌদি আরবের যেকোনো জায়গায় সম্পত্তি কিনতে পারবে বিদেশিরা। গত দুই বছরে সৌদি আরবে বাড়ির দাম ৪৫ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। তাই দেশটিতে বাড়ি কেনার চাহিদা অনেক কমেছে। গত বছর সৌদিতে বাড়ির চাহিদা ছিল ৮৪ শতাংশ। তবে এ বছর তা কমে ৪০ শতাংশে নেমেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct