আপনজন ডেস্ক: অস্ট্রেলিয়ার প্রতীক ক্যাঙ্গারু। তাদের জাতীয় বিমান সংস্থাসহ বিভিন্ন লোগোতে শোভা পায় ক্যাঙ্গারুর ছবি। এত ভালোবাসা সত্ত্বও প্রতি বছর লাখে লাখে ক্যাঙ্গারু হত্যা করা হয়। এই হত্যাযজ্ঞের কারণ হিসেবে সরকার ও বন্যপ্রাণী বিশেষজ্ঞরা বলে আসছে, কিছু প্রজাতির ক্যাঙ্গারুর বংশবৃদ্ধি ঘটে প্রচুর পরিমাণে। যা ভূমি, অন্যান্য স্থানীয় প্রজাতির জন্য ক্ষতিকর। এবার ক্যাঙ্গারুর এই দলগত হত্যার বিরুদ্ধে একজোট প্রাণী অধিকারকর্মীরা। সেটা মাথায় রেখে আন্তর্জাতিক ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক দুই সংস্থা নাইকি ও পুমা ক্যাঙ্গারুর চামড়া ব্যবহার না করার ঘোষণা করেছে। নমনীয়তা ও টিকে থাকার গুণের কারণে কয়েক দশক ধরে কে-লেদার নামে পরিচিত ক্যাঙ্গারু চামড়া ফুটবল বুট প্রস্তুতকারকদের খুবই পছন্দের। কিন্তু চলতি মাসে যুক্তরাষ্ট্রের নাইকি ও তাদের জার্মান প্রতিদ্বন্দ্বী পুমা ঘোষণা দিয়েছে, তারা ক্যাঙ্গারু চামড়া ব্যবহার করা থেকে সরে আসছে। এর বদলে তারা ব্যবহার করবে সিন্থেথিক। যদিও তারা কেউই বিবৃতিতে পশু অধিকার সংক্রান্ত সমস্যার উল্লেখ করেনি। এমনকি এ বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধেও সাড়া দেয়নি। কিন্তু প্রাণী অধিকার গোষ্ঠীগুলো বছরের পর বছর লবিংয়ের পর জয় হয়েছে বলে দাবি করছেন। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রে ক্যাঙ্গারু পণ্যের আমদানি নিষিদ্ধের জন্য তদবিরকারী কর্মীদের আন্তর্জাতিক নেটওয়ার্কের অংশ ক্যাম্পেইন গ্রুপ ক্যাঙ্গারুস অ্যালাইভ। এই সংস্থার কর্মী মিক ম্যাকইনটায়ার বলেন, এটি ক্যাঙ্গারুদের জন্য একটি দুর্দান্ত দিন। ক্যাঙ্গারু আমদানি নিষিদ্ধ করার জন্য ২০২১ সালে মার্কিন প্রতিনিধি পরিষদে একটি বিল উত্থাপন করা হয়েছিল। কিন্তু এটি পাস পায়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct