আপনজন ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ জুড়ে ডিজিটাল পেমেন্টস বেশি করে চালু করার জন্য সওয়াল করেছিলেন। দেশে ডিজিটাল লেনদেন ব্যাপক ভাবে হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন। কিন্তু এবার থেকে গুগল পে, ফোন পে কিংবা পে টিএম ডিজিটাল মাধ্যমে লেনদেন করলে তার মাশুল দিতে হবে। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) বিজ্ঞপ্তি দিয়ে বলেছে ১ এপ্রিল থেকে মার্চেন্ট UPI (ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস) লেনদেনের ক্ষেত্রে ১.১ শতাংশ পর্যন্ত লেনদেন ফি প্রযোজ্য হবে।
সাম্প্রতিক সার্কুলারে, এনপিসিআই বলেছে যে ইউপিআই-এর মাধ্যমে লেনদেনের জন্য প্রিপেইড পেমেন্ট ইনস্ট্রুমেন্টস (পিপিআই) ব্যবহার করলে বিনিময় ফি নেওয়া হবে। লেনদেন ২ হাজার টাকার বেশি হলে চার্জ নেওয়া হবে।
ব্যবসায়ীদের বিভিন্ন শ্রেণীর জন্য বিনিময় ফি বিভিন্ন রকম। এটি ০.৫% থেকে ১.১% পর্যন্ত এবং একটি মাত্রায় নির্দিষ্ট বিভাগে প্রযোজ্য।
বুধবার জারি করা বিজ্ঞপ্তিতে, NPCI বলেছে যে প্রবর্তিত ফি শুধুমাত্র প্রিপেইড পেমেন্ট যন্ত্রের মাধ্যমে করা বণিক লেনদেনের জন্য প্রযোজ্য। পেমেন্ট বডি স্পষ্ট করেছে যে সাধারণ UPI পেমেন্টের উপর কোন চার্জ নেওয়া হবে না যাকে "ব্যাঙ্ক অ্যাকাউন্ট-টু-ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভিত্তিক UPI পেমেন্ট" বলে অভিহিত করা হয়েছে।
টেলিকম, শিক্ষা, এবং ইউটিলিটি/পোস্ট অফিসের জন্য ইন্টারচেঞ্জ ফি হল ০.৭ % যখন সুপারমার্কেটের জন্য ফি হল লেনদেনের মূল্যের ০.৯ %৷ বিমা, সরকার, মিউচুয়াল ফান্ড এবং রেলওয়ের জন্য ১ % চার্জ, জ্বালানীর জন্য ০.৫ % এবং কৃষির জন্য ০.৭ চার্জ ধার্য করা হবে । ১ এপ্রিল থেকে চার্জ প্রযোজ্য হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct