আপনজন ডেস্ক: মুসলিমদের, বিশেষ করে মহিলাদের শিক্ষাগত ও সামাজিক পশ্চাদপদতার কথা মাথায় রেখে মাদ্রাসার আধুনিকীকরণের জন্য একটি বিশেষ তহবিল গঠনের প্রস্তাব শুক্রবার খারিজ করে দিল রাজ্যসভা। গত ১০ ফেব্রুয়ারি পার্লামেন্টের উচ্চকক্ষে প্রস্তাবটি উত্থাপন করেন ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের সদস্য আবদুল ওয়াহাব। মহিলা ও শিশু উন্নয়ন এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী স্মৃতি ইরানি এ নিয়ে বলেন, ‘আমার কাছে এই প্রস্তাবটি বৈষম্যকে প্রশ্নবিদ্ধ করে... প্রকৃতপক্ষে, ধর্মের ভিত্তিতে এটিকে একটি স্লাঘায় পরিণত করা হয়েছে। আশা করি এই হাউস সর্বসম্মতিক্রমে এটি প্রত্যাখ্যান করবে।’ তিনি আরও বলেন, ধর্মের ভিত্তিতে নতুন ভারত ভেঙে ফেলা যায় না। নাগরিকদের সমর্থন নিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন ভারত গড়ে তুলছি। সাম্যের ভিত্তিতে গড়ে তুলতে পারি। কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলগুলির ওয়াকআউটের মধ্যে প্রস্তাবটি ধ্বনি ভোটে প্রত্যাখ্যান করা হয়। ইরানি বলেন, প্রস্তাবে বলা হয়েছে যে মুসলিম মহিলাদের শিক্ষিত হওয়ার সমান সুযোগ দেওয়া হয় না। প্রস্তাবে প্রস্তাবিত লিঙ্গ অন্তর্ভুক্তি অবকাঠামো তহবিল সম্পর্কে ইরানি বলেন, নতুন শিক্ষানীতিতে মহিলাদের পাশাপাশি শিশুদের শিক্ষার প্রয়োজনীয়তার যত্ন নেওয়া হয়েছে। তিনি বলেন, তিন দশক পর ভারত এখন নতুন শিক্ষানীতি প্রণয়ন করেছে। তিনি বলেন, দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রক একটি নতুন ভারতের জন্য দক্ষতার প্রয়োজনীয়তা পূরণ করে।
বিজেপি সাংসদ অজয় প্রতাপ সিং এই প্রস্তাবের বিরোধিতা করে বলেন, সাচার কমিটির গঠনকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছিল। তিনি বলেন, কমিটির ওপর বড় ধরনের প্রশ্নচিহ্ন রয়েছে, তার সুপারিশ বাস্তবায়ন করা ন্যায়সঙ্গত নয়। রাজ্যসভায় প্রস্তাবে সাচার কমিটির সুপারিশ এবং মুসলিমদের শিক্ষাগত ও সামাজিক পশ্চাদপদতা নিয়ে আলোচনা ও তা বাস্তবায়নের চেষ্টা করা হয়। তাই তহবিল দিয়ে মাদ্রাসাগুলিকে আধুনিকীকরণে সহায়তা করার প্রস্তাব পেশ করা হয়েছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct