আপনজন ডেস্ক: সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের হারের পর রাজ্যের মুসলিম সম্প্রদায়ের অসন্তোষের আভাস পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রথম পদক্ষেপ হিসেবে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের চেযারম্যান গুলাম আলি আনসারিকে সরিয়ে আইএএস পিবি সালিমকে বসিয়েছিলেন। এবার রাজ্যর সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষামন্ত্রী গুলাম রব্বানিকে সরিয়ে এই দফতর মুখ্যমন্ত্রী নিজের হাতে নিলেন। আলিয়া বিশ্ববিদ্যালয় নিয়ে দীর্ঘদিন অচলাবস্থা আর সাম্প্রতিক সাগরদিঘি উপনির্বাচনে ধাক্কা এই দু কারেণে সংখ্যালঘু দফতর ফের নিজের হাতে তুলে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১১ সালে তৃণমুল সরকার রাজ্যে ক্ষমতায় আসার পর সংখ্যালঘু দফতরের ভার তার হাতেই ছিল। পরে গিয়াসউদ্দিন মোল্লাকে প্রতিমন্ত্রী করা হলেও মূল দায়িত্ব কখনই ছাড়েননি। তৃতীয়বার ক্ষমতায় এসে সংখ্যালঘু উন্নয়ন বিষয়ক ও মাদ্রাসা দফতরের মন্ত্রিরত্বের ভার তুলে দেন গোয়ালপোখরের বিধায়ক গুলাম রব্বানির হাতে। কিন্তু তিনি বাংলার মুসলিমদের মন বুঝতে সেভাবে পারেননি বলে অভিযোগ ওঠে। বিশেষ করে যেভাবে আলিয়া বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা ঘিরে পরিস্থিতি সামাল দিতে খোদ নবান্নকে মাঠে নামতে হয় তাতে যারপরনাই ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। তিনি এক বক্তব্যে সেই অসন্ষেতোর কথা প্রকাশও করেছিলেন। কিন্তু সাগরদিঘি নির্বাচনে দলের ভরাডুবির পর সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে ধস নামছে আশঙ্কায় আর কোনও ঝুঁকি নিতে রাজি নন মুখ্যমন্ত্রী। তাই পঞ্চায়েত নির্বাচনের আগে সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা বিভাগের দায়িত্ব নিজের হাতে তুলে নিলেন মুখ্যমন্ত্রী।
নবান্ন সূত্রের খবর, সংখ্যালঘু বিষয়ক দফতর থেকে সরিয়ে দেওয়ার পর আপাতত উদ্যান পালন বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, সংখ্যালঘুদের কতটা উন্নতি হচ্ছে বা হচ্ছে না কিংবা তাদের কিভাবে উন্নয়ন করা যায় তার জন্য সোমবারের ক্যাবিনেট বৈঠকে সংখ্যালঘু উন্নয়ন বোর্ড গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার চেরায়ম্যান কে হবেন তা বাছাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ফিরহাদ হাকিমকে। এদিন সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের পাশাপাশি গঠন করা হয়েছে পরিযায়ী শ্রমিক উন্নয়ন বোর্ডও।
উল্লেখ্য, মুর্শিদাবাদের এক বড় অংশের মানুষ রাজমিস্ত্রির কাজে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করে থাকেন। সাগরদিঘিতে সেই সব পরিযায়ী শ্রমিকের পরিবারের প্রভাব পড়ার সম্ভাবনা উপনির্বাচনের ফলে উজ্জ্বল হয়ে ওঠায় এবার পরিযায়ী শ্রমিক উন্নয়ন বোর্ডও গঠন করা হল এ রাজ্যে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct