মনিরুজ্জামান, হাড়োয়া, আপনজন: রমজান মাসে রোজা বা উপবাস করতে শুরু করেছেন ধর্মপ্রাণ মুসলিমরা। অন্যান্য মাসের তুলনায় এই মাসে মুসলিমরা অতিরিক্ত দান,ছাদকা করে থাকেন। সম্প্রতি দেখা গেছে উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের অন্যতম কর্মাধ্যক্ষ তথা রাজারহাট নিউটাউন মাঝেরআইট পীরডাঙ্গা দরবার শরীফের অন্যতম খাদেম ও আন্দুলিয়া জালালীবাগ দরবার শরীফের মুখ্য নির্দেশক পীরজাদা আলহাজ্ব একেএম ফারহাদ রোজার প্রথমদিন থেকেই এলাকার মানুষের খোঁজখবর নেওয়ার পাশাপাশি ইফতার সামগ্রীয বিতরণ করে চলেছেন। রবিবার বারাসাত -২ নম্বর ব্লকের কীর্তিপুর গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু বাড়িতে সশরীরে উপস্থিত হয়ে মানুষের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করার পাশাপাশি তাদের প্রয়োজনে দুয়ারে হাজির থাকার আশ্বাস তিনি দেন। এলাকার মানুষ খুশি জনপ্রতিনিধি ও সমাজকর্মী ফারহাদের এই কর্মকান্ডে। জনৈক রহমান মোল্লা সমাজসেবী এ কে এম ফারহাদের দীর্ঘদিনের সেবার প্রশংসা করেন। মানুষের প্রশংসা পাওয়া সত্ত্বেও নির্লিপ্ত হয়ে ফারহাদ বলেন, মানুষ হিসেবে মানুষের সুখে দুখে তাঁদের পাশে থাকা তাঁর দায়িত্ব। ভবিষ্যতে মানুষের জন্য আরও বেশি করে কাজ করার সুযোগ থাকলে এলাকার মানুষের প্রতি তিনি কৃতজ্ঞ থাকবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct