বিশেষ প্রতিবেদক, সাগর, আপনজন: সাগর এলাকার চারটি গ্রাম পঞ্চায়েতের ১৫টি গ্রামের পুরুষ এবং মহিলাদের নিয়ে ইতিমধ্যে স্বনির্ভর দল গড়ে তোলা হয়েছে। এলাকার মানুষজন যাহাতে স্বাবলম্বী হতে পারে তার জন্য নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। যার মধ্যে আছে দলগতভাবে দেশি মুরগির ব্যবসা, ছাগল ও গরু পালন। গ্রামের প্রত্যন্ত এলাকার অন্ধকার ঘোচাবার জন্য ইতিমধ্যে ১৫ টি গ্রামে পরিবেশবান্ধব সোলার লাইট বসানো, লবণাক্ত এলাকায় বন্যার হাত থেকে রক্ষা পেতে এবং পানীয় জলের অভাব দূর করতে অতি উচ্চ বেদিসম্পন্ন নলকূপ বসানো, মজে যাওয়া পুকুরগুলো সংস্কার করে মাছ চাষের জন্য দেওয়া হয়েছে স্থানীয় চাষিদের প্রশিক্ষণ এবং চাষীদের চাষের জন্য আর্থিক সহায়তা। নদী বাঁধ রক্ষা করার জন্য লাগানো হয়েছে ম্যানগ্রোভ। স্কুলছুট এবং কম বয়সে বিবাহ বন্ধ করতে নেওয়া হয়েছে অভিনব উদ্যোগ। এই বিষয়ে সুন্দরবন উন্নয়ন পর্ষদের সদস্য এবং সবুজ সংঘের সম্পাদক এবং পরিচালক অংশুমান দাস বলেন সাগরদ্বীপ সহ সুন্দরবনের বিভিন্ন এলাকাকে আদর্শগ্রাম হিসেবে গড়ে তুলতে তার সংস্থা কাজ করে যাবে। সংস্থার অধিকর্তা অরুণাভ দাস বলেন, এই উদ্যোগে সমস্ত সরকারি বেসরকারি ও বাণিজ্যিক সংস্থাকে যুক্ত করা হয়েছে। তার মধ্যে আছে ব্যাঙ্কের গ্রামসেবা প্রকল্প।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct