এম মেহেদী সানি, বনগাঁ, আপনজন: আগামী ২৯ মার্চ তৃণমূল ছাত্র ও যুব সংগঠনের যৌথ সমাবেশ অনুষ্ঠিত হবে শহিদ মিনারে। রবিবার বনগাঁর সুতি বস্ত্র হাটে বনগাঁ পৌরসভার দলীয় কাউন্সিলর, দলীয় সভাপতি ও সর্বস্তরের নেতৃত্ব কর্মীদের নিয়ে তারপ্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। তৃণমূলের সমাবেশ সফল করার লক্ষ্যে সভা শেষ বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ, বনগাঁ সাংগঠনিক জেলা ‘আইএনটিটিইউসি’র সভাপতি নারায়ন ঘোষদের তত্ত্বাবধানে বনগাঁ রাজপথে মহা মিছিল অনুষ্ঠিত হয়। সে সময় তৃণমূল কর্মী সমর্থকরা বিজেপিকে নিশানা করে একাধিক স্লোগান দিতে থাকেন। জেলায় জেলায় তৃণমূলের তরফে করা হচ্ছে প্রস্তুতি মিটিং মিছিল সহ বিভিন্ন সচেতনতামূলক প্রচার। এ দিন বনগাঁয় অনুষ্ঠিত ওই প্রস্তুতি সভায় সাধারণ তৃণমূল নেতা কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আগামী ২৯ মার্চ তৃণমূল ছাত্র ও যুব সংগঠনের যৌথ সমাবেশে সকল বনগাঁবাসীকে উপস্থিত থাকার আহ্বান জানান বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। এ দিন বনগাঁয় বিজেপির তরফে গীতা বিলি প্রসঙ্গে কটাক্ষ করেন গোপাল শেঠ। তিনি বলেন, ‘দেখুন বিজেপি যেটা বিলি করছে গীতা। এই গীতাটার সাইজ টা দেখবেন? মরা মানুষের বুকে দেয়, তা বিজেপির বুকে উঠে গিয়েছে। বনগাঁ সাংগঠনিক জেলা ‘আইএনটিটিইউসি’র সভাপতি নারায়ন ঘোষ কেন্দ্রীয় সরকারের বাংলার বঞ্চনার অভিযোগ তুলে সকল তৃণমূল নেতা কর্মী সমর্থকদের সমাবেশে যোগদানের আহ্বান জানান। অন্যদিকে রবিবার বনগাঁ সাংগঠনিক জেলা ‘আইএনটিটিইউসি’ বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালে ‘অল বেঙ্গল সিকিউরিটি এন্ড অ্যালায়েড ওয়ার্কমেন ইউনিয়ন’-এর ইউনিট গঠন করে। উপস্থিত ছিলেন বনগাঁ জেলা আইএনটিটিইউসি সভাপতি নারায়ন ঘোষ, বনগাঁ শহর ‘আইএনটিটিইউসি’র সভাপতি সমীর ঘোষ চৌধুরী সহ বিভিন্ন ব্লক ‘আইএনটিটিইউসি’র সভাপতি ও হাসপাতালের কর্মী বৃন্দ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct