অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ না করে সেই জল চাষের কাজে ব্যবহার করার অভিযোগ। রবিবার এই অভিযোগের সরব হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসীরা। যদিও ঘটনার কথা অস্বীকার করেছেন পাম্প অপারেটর। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নকশা এলাকার ঘটনা। জানা গিয়েছে, এলাকাবাসীদের জলের সমস্যা দূর করতে বছর পাঁচেক আগে পিএইচই-র তরফে বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ করবার জন্য পাম্পের মাধ্যমে জল সরবরাহের উদ্যোগ নেয়া হয়। কিন্তু গ্রামবাসীদের অভিযোগ, বেশ কিছু সময় ধরে তারা যথাযথ পানীয় জল পাচ্ছিলেন না। পানীয় জল সরবরাহের দায়িত্বে থাকা পাম্প অপারেটর বাড়ি বাড়ি পানীয় জল না পৌঁছে সেই জল চাষের কাজে ব্যবহার করছিলেন। আর বিষয়টি নজরে আসতেই এদিন প্রতিবাদে সরব হন গ্রামবাসীরা। উত্তপ্ত জনতা এদিন পাম্প রাখা ঘরের মূল ফটোকে তালা মেরে দেন। ঘটনার খবর পেয়ে ঘটনার সাথে ছুটে আসেন বালুরঘাট থানার পুলিশ। এরপর পুলিশের তৎপরতায় স্বাভাবিক হয় পরিস্থিতি। যদিও পুরো ঘটনার বিষয়টি অস্বীকার করেছেন পাম্প অপারেটর।এ বিষয়ে স্থানীয় এক গ্রামবাসী জানান, আমরা অনেকদিন ধরেই যথাযথভাবে পানীয় জল পাচ্ছিলাম না। তিনি বাড়ি বাড়ি যথাযথ জলের পরিষেবা না দিয়ে সেই জল দিয়ে চাষাবাদ করতেন। পাম্প অপারেট শ্যামল মন্ডলের ছেলে এই পাম্প অপারেট করতেন। অন্যদিকে, এ বিষয়ে পাম্প অপারেটর শ্যামল মন্ডল জানান, যে কেউ অভিযোগ করতেই পারেন। আমি যথাযথ পরিষেবা দিচ্ছি। আমার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যা। আমার ছেলে এই পাম্প চালায় না। পাম্প আমি চালাই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct