আপনজন ডেস্ক: বিশ্বে জনপ্রিয় ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর একটি হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। শুরু থেকে বাংলাদেশি খেলোয়াড়দের না পাওয়ায় বেশ বিরক্ত আইপিএলের ফ্র্যাঞ্চাইজিরা। যাতে করে ভবিষ্যতে আইপিএলে দল পেতে বেশ বেগ পেতে হতে পারে বাংলাদেশিদের। শুধু তাই নয়, বাংলাদেশের ক্রিকেটারদের পড়তে হতে পারে টুর্নামেন্ট থেকে ‘ছায়া নিষেধাজ্ঞার’ কবলেও। এমনটি জানাচ্ছে ভারতের গণমাধ্যমগুলো। বাংলাদেশি ক্রিকেটারদের সঠিক সময়ে আইপিএলে খেলতে না যাওয়ার বিষয়টি এবারই প্রথম নয়। প্রায় প্রতি মৌসুমেই তাদের এনওসি দেওয়া নিয়ে দেখা যায় নাটকীয়তা, ব্যতিক্রম হয়নি এবারও। এতে নাকি অনেকটা ত্যক্তবিরক্ত হয়ে উঠেছে ফ্র্যাঞ্চাইজিরা। এই দুই দেশের ক্রিকেটারদের কিনতে গেলে অনেক ভাবতে হচ্ছে, অনেক বেকায়দায় পড়তে হচ্ছে দল সাজাতে। বিসিসিআইয়ের কর্তারাও নাকি এতে নাখোশ। একটি ফ্র্যাঞ্চাইজির কর্মকর্তা এ বিষয়ে বলেন, ‘আমরা এটা নিয়ে অভিযোগ জানাতে পারি না, কারণ অন্য বোর্ডের সঙ্গে আলোচনাটা বিসিসিআই করে। তবে হ্যাঁ, এসব দেশ থেকে খেলোয়াড় কেনার ক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজি দ্বিধায় থাকে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct