আপনজন ডেস্ক: বিশ্বকাপে যেখান থেকে শেষ করেছিলো, ঠিক সেখান থেকেই যেন শুরু করলো কাতারে রূপকথার জন্ম দেওয়া মরক্কো। নিজেদের মাটিতে সর্বোচ্চ পাঁচবারের বিশ্বকাপজয়ী ও ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ দল ব্রাজিলকে হারিয়ে দিলো ২-১ গোলে। বিশ্বকাপ থেকে আফ্রিকার দেশটি যে রূপকথার জন্ম দিয়েছে, তা যে শুধুই অঘটন নয় এবার ব্রাজিলকে হারিয়ে যেন সেটিই বুঝিয়ে দিলো হাকিমি-জিয়েচরা। একদিকে মরক্কানদের রূপকথা যেমন চলছে, তেমনি একের পর এক ব্যর্থতার চাদরে নিজেদের যেন হারিয়ে খুঁজছে সেলেসাওরা। বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায়, এবার বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচেই হেরে গেলো মরক্কোর কাছে। রোববার গ্র্যান্ড স্টাডে ডে টেঙ্গার স্টেডিয়ামে স্বাগতিকরা ২-১ গোলে হারিয়েছে ভিনিসিয়াস-ক্যাসেমিরোদের। ম্যাচটি ছিলো ব্রাজিলের কাছে একটু আলাদাও বটে। কিংবদন্তি পেলের মৃত্যুর পর এই প্রথম মাঠে নেমেছিলো ব্রাজিল, তার স্মরণেই ম্যাচটিতে সব ব্রাজিলিয়ান ফুটবলারের জার্সির পেছনেই ছিলো লেখা ছিলো পেলের নাম। পেলের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে খেলা শুরুর আগে এক মিনিট নীরবতাও পালন করা হয় ইবনে বতুতা স্টেডিয়ামে। ফুটবল সম্রাটের স্মরণে মাঠে নেমেও সেই ম্যাচেই হারতে হলো ব্রাজিলকে। এদিকে, তৃতীয়বারের দেখাতেই ব্রাজিলের বিপক্ষে প্রথম জয়ের দেখা পেলো অ্যাটলাস লায়নসরা।
ইনজুরির কারণে এই ম্যাচে ব্রাজিলে হয়ে ছিলেন না দলের সবচেয়ে বড় তারকা নেইমার। তার অনুপস্থিতি বেশ ভালোওতোই ভুগিয়েছে হলুদ জার্সিধারীদের। মাঠের খেলা অবশ্য আক্রমণ-প্রতি আক্রমণে বেশ জমেছিলো। শট নেওয়ার দিকেও এগিয়ে ছিলো ব্রাজিলই। ১৪ শটের ৪ টি পোস্টে রেখেও মাত্র ১টি গোল করতে পারে ব্রাজিল, অন্যদিকে, ১৩ শটের ৩ টি পোস্টে রেখেই ২ গোল আদায় করে নেয় স্বাগতিকরা। ম্যাচে লিড নেওয়ার প্রথম সুযোগ পেয়েছিলো ব্রাজিলই। তবে দুর্দান্ত ডাবল সেভে সেটি হতে দেননি মরক্কান গোলরক্ষক ইয়াসিন বোনো। দুই মিনিট পরই ভিনিসিয়াস জালে বল জড়ালেও তা বাতিল হয় অফসাইডের কারণে। ম্যাচের ২৯ মিনিটেই উল্টো লিড নেয় মরক্কো। ব্রাজিলের রক্ষণের ভুলে বল পেয়ে মরক্কোকে এগিয়ে নেন বুফাল। পিছিয়ে পড়ার পর সমতায় ফিরতে মরিয়া ছলো ব্রাজিল। তবে তাদেরকে হতাশ করে ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় মরক্কো। বিরতি থেকে ফিরে ৬৭ মিনিটে অবশ্য সমতা ফেরানো গোল পেয়ে যায় ব্রাজিল। ক্যাসেমিরোর দূরপাল্লার শট ইয়াসিন বোনোর হাত ফসকে বেরিয়ে মরক্কোর জালে জড়ায়।সমতা ফিরিয়েও অবশ্য লাভ হয়নি সেলেসাওদের। ৭৯ মিনিটে দুর্দান্ত এক কাউন্টার অ্যাটাক থেকে ব্রাজিলের জালে বল জড়িয়ে মরক্কোকে উচ্ছ্বাসে ভাসান আবদেল হামিদ সাবিরি। গোল শোধের আপ্রাণ চেষ্টা করেও আর কিছু করতে পারেনি ব্রাজিল। অন্তর্বর্তীকালীন কোচ র্যামন মেনেজেসের অধীনে ২-১ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় ব্রাজিলকে। ক্যামেরুনের পর দ্বিতীয় আফ্রিকান দেশ হিসেবে ব্রাজিলকে হারানোর সাদ পেলো মরক্কো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct