ঘনীভূত স্পর্শমৃত্যু
শম্পা মনিমা
এভাবেই জলধারায় ছুঁয়ে যাবে অসংখ্য অস্থিরতা
মার্চ থেকে বাঁচিয়ে রাখা দীর্ঘশ্বাস,যত সামান্য হোক
এতটুকুই যুক্তি তর্ক স্ব— কালের ভাষা –
ব্যর্থ আজ, থাক সঙ্গপ্রিয় সুপ্ত প্রেম ও অঙ্গীকার।
নেই জানা অভাবের রুদালী কতটা প্রয়োজন রেখেছি ততটুকু, নাকি ঘোষণার স্বপ্নসমুদ্র দীনতাকে লালন করেছি,
বাসনাকে উদযাপন করতে চেয়ে
প্রতিশ্রুতি বুকে দেয় কঠিন শাসন, আসি ফিরে–
ভগ্ন হৃদয় –হে শরীর, ক্ষতের ঠোঁট সোনাঝুরি হারায়
দুহাতে মেখেছে পচন , অপচয় হয়েছে অপেক্ষায় কেটে ফেলো সেখানে , মৃত এপ্রিল, মে, জুন....
আরো মাস পেরোবে, ভুলে যাবে উদাসী ছিলাম
ফাগুন বসন্ত একরাতে–থাকে যৎসামান্যই
এবার জীবন ,তার ধরো হাত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct