সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: তৃণমূল কংগ্রেস সুপ্রীমো মমতা বন্দোপাধ্যায়ের ঘোষনা মতো রাজ্যজুড়ে শুরু হয়েছে দিদির সুরক্ষা কবচ প্রকল্পে দিদির দূত কর্মসুচী। শনিবার বীরভূম জেলার খয়রাশোল গ্রাম পঞ্চায়েত এলাকার কর্মসূচিতে তৃণমূল মুখপাত্র তথা রাজ্য আদিবাসী সেলের সভাপতি দেবু টুডু ঘুরে গেলেন। এদিন প্রথমেই খয়রাশোল থানার ময়নাডালের মহাপ্রভুকে ভোগ নিবেদন, প্রসাদ বিতরণ করেন। এরপর দলীয় নেতা কর্মীদের নিয়ে স্থানীয় এলাকার ময়নাডাল, গোপালপুর, পানশিউড়ী, খয়রাশোল, লাউবেড়িয়া প্রভৃতি গ্রামের দরজায় দরজায় গিয়ে সাধারন মানুষদের সাথে কথা বললেন এবং তাদের অভাব অভিযোগের কথা শুনলেন। এলাকাবাসীরা পানীয় জল, আবাস যোজনার ঘর,রেশনের চাল ইত্যাদি নিয়ে দেবু টুডুর সাথে কথা বললেন । তাছাড়াও গোপালপুর হাই স্কুলের বাউন্ডারি ওয়াল,খেলার মাঠ,সাইকেল রাখবার সেডের জন্য আবেদন জানান। পাশাপাশি বিদ্যালয়ের মিড ডে মিল সম্পর্কে বিষদে খবরাখবর নেন।গোপালপুর প্রাইমারী স্কুলে বাচ্চাদের সাথে কথা বলেন এবং কচিকাঁচাদের হাতে চকলেট তুলে দেন। পানশিউড়ী গ্রামে দুপুরে খাবার সারেন পরে খয়রাশোল গ্রাম পঞ্চায়েতে এসে সদস্য সদস্যাদের তাদের দায়িত্ব সম্বন্ধে অবগত করেন। পরবর্তীতে খয়রাশোল দরবরে কালী মন্দির সংলগ্ন এলাকায় একটি সভায় সামিল হন।উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূলের মুখপাত্র দেবু টুডু,প্রাক্তন বিধায়ক নরেশ চন্দ্র বাউরী,খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কাঞ্চন অধিকারী সহ অন্যান্য ব্লক নেতৃত্ব। এছাড়াও ছিলেন খয়রাশোল অঞ্চল তৃণমূলের সভাপতি সপ্তম গোপ এবং তৃণমূলের কর্মী সমর্থকেরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct