মাহাবুব খান, কলকাতা, আপনজন: ক্যান্সার আক্রান্ত ছয় বছরের অনুস্মিতা দে। তাকে ভর্তি করে টাটা ক্যান্সার হসপিটালে এবং ‘এ পজেটিভ’ রক্তের প্রয়োজন পড়ে।রক্তের জন্য চারিদিকে খোঁজাখুঁজি করতে থাকে পরিবারের সদস্যরা। এমতবস্থায় রক্তদানের জন্য এগিয়ে আসে কারমাইকেলের আবাসিক মোহাম্মদ নাসিম।তিনি রমজানের দ্বিতীয় রোজা করছিলেন। অনুস্মিতার বাবা জানায়,আমরা প্রচুর খোঁজাখুঁজির পর যখন নাসিম ভাইয়ের সাথে যোগাযোগ হয় সাথে সাথেই প্রতিউত্তর ছিল আমি রক্তদান করবো। আপনাকে চিন্তা করতে হাবে না। সময়মত পৌঁছে যায় টাটা ক্যান্সার হসপিটালে। রোজা ভেঙ্গে রক্তদান করে বাঁচিয়ে তোলে ক্যান্সার আক্রান্ত অনুস্মিতার প্রাণ..। রক্তদানের পর মোহাম্মদ নাসিম বলেন, রোজা তো আবার কালকেও হবে, তবে এমন একটা বাচ্চার জীবন আগে বেঁচে যাক এটা আমি কেন সবাই চাই। সবার আগে মানবধর্ম, রাজনীতির রঙে বিশ্বজুড়ে বিস্বাদ। ধর্মের গোঁড়ামির পেরেক বিঁধে চলেছে অনবরত। ক্ষোভ অহিংসায় মানব জীবন বিপন্ন। তবে বিশ্বপ্রকৃতিতে আজও কিছু মানুষ অপার পরিশ্রম করে চলেছে যাবতীয় হিংসা কে ধূলিসাৎ করতে। না তাকে আটকে রাখতে পারেনি রোজা ভেঙ্গে যাওয়ার চিন্তা, তাকে আটকাতে পারেনি ধর্মের বেড়াজাল। জানা যায় এর আগেও নাসিম বহুবার রোজা ভেঙ্গে এগিয়ে এসেছেন মানুষের সেবায়। এমনই মোহাম্মদ নাসিমের মতো প্রচুর মানুষ তারা মানুষের প্রয়োজনে নিঃস্বার্থ ভাবে এগিয়ে এসেছেন। এইভাবেই সমস্ত প্রতিহিংসা বিভেদকে দুমড়েমুচড়ে দিয়ে ভালোবাসা চারিদিকে ছেয়ে যাক।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct