নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: পশ্চিমবঙ্গ বাংলা একাডেমিতে বৃস্পতিবার বিশিষ্ট বাচিক শিল্পী ও আরামবাগ পুরসভার কাউন্সিলর ড: তৃপ্তি কুন্ডু রায় এর আয়োজনে কবিতা পাঠের আসর ও সংবর্ধনা অনুষ্ঠানে বহু গুণী ব্যাক্তিত্বের উপস্থিতিতে এক অন্য মাত্রা পায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীত বিশেষজ্ঞ কল্যাণ সেন বরাট, প্রাক্তন দূরদর্শন অধিকর্তা ড : তপন রায় প্রধান, আন্তরজাতিক খ্যাতি সম্পন্ন শাস্ত্রীয় নৃত্য শিল্পী নৃতাঙ্গাণা শিল্পী বরুরী, বিশিষ্ট সাহত্যিক সতকাম বাগচী,সঙ্গীত শিল্পী সৌমিত্র বন্ধপাধায়, সাংবাদিক ফিরোজ হোসেন ও বরুণ চক্রব্ত্তী। এদিন বিশেষভাবে সম্মানিত হন বিশিষ্ট বাচিক শিল্পী সৌমিত্র ঘোষ। আবৃত্তি পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন চন্দ্রিকা বন্দোপাধ্যায়,সুকন্যা রায়, দেব নিষ্ঠা জানা ও অনামিকা ব্যানার্জী। সমগ্র অনুষ্ঠান টি সুচারুরূপে পরিচালনা করেন শিক্ষিকা ড: তৃপ্তি কুন্ডু রায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct