অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: সীমান্তে অভিযান চালিয়ে শনিবার ভোর রাতে বিপুল পরিমান ফেনসিডিল উদ্ধার করল ১৩৭ ব্যাটেলিয়ান বিএসএফ। যদিও ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিএসএফ। দক্ষিণ দিনাজপুর জেলার দুর্গাপুর সীমান্ত এলাকার গোপালপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকার ঘটনায়। এদিকে,গত এক সপ্তাহে জেলার বিভিন্ন প্রান্তে এমন হাজার হাজার বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধারের ঘটনা সামনে আশায় উদ্বিগ্ন সাধারণ মানুষ। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে, এদিন ভোরে ১৩৭ নং ব্যাটেলিয়ানের জোয়ানেরা গোপালপুর গ্রামে পৌঁছায়। চোরাকারবারিরা বিএসএফ দলকে তাদের দিকে আসতে দেখেই ঘটনাস্থল থেকে চম্পট দেয়। তারা তাদের কাছে রাখা সামগ্রী ফেলে রেখেই পালিয়ে যায় । ঘটনাস্থল থেকে বিএসএফ প্রায় ৩ হাজার ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। যার বাজার মূল্য প্রায় ৬ লক্ষ ৯৮ হাজার টাকা। উদ্ধার হওয়া সামগ্রী বিএসএফ বাজেয়াপ্ত করে বালুরঘাট থানার পুলিশের হাতে তুলে দেন। এনিয়ে এফআইআর দায়ের করা হয় বিএসএফের পক্ষ থেকে। এ বিষয়ে ১৩৭ ব্যাটেলিয়ানের কমান্ড্যান্ট সুখবীর ধাগড় বলেন, সীমান্তে চোরাচালানের ঘটনাগুলি মোকাবেলা করতে বিএসএফ বদ্ধপরিকর। বরাবরের মতো এবারও এই কারবারে জড়িত চোরাকারবারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাদের খোঁজ চলছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct