আপনজন ডেস্ক: জার্মানির রাজধানী বার্লিনে হাতবোমার বিস্ফোরণ এবং ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছে। এ ঘটনায় ৬১ বছর বয়সী একজন সন্দেহভাজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির পুলিশ শনিবার এ তথ্য জানিয়েছে। পুলিশ জানিয়েছে, হামলাকারী শুক্রবার রাতে জার্মানির রাজধানীর রেইনিকেনডর্ফ পাড়ায় একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের প্রবেশপথে গ্রেনেডের বিস্ফোরণ ঘটায়। এতে ৪২ ও ৪৮ বছর বয়সী দুই নারী এবং ৬১ বছর বয়সী এক ব্যক্তি আহত হন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct