আপনজন ডেস্ক: পবিত্র রমজান মাস উপলক্ষে ৭টি দেশে প্রায় ৫০ টন খাদ্য সহায়তা দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। প্রতিবেদনে বলা হয়েছে, বাইরের বিভিন্ন দেশে খাদ্য ও জরুরি সহায়তা প্রদানের জন্য দ্য কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার (কেএসরিলিফ) নামের একটি দফতর আছে বাদশাহর। কেএসরিলিফ থেকে এই সহায়তা দেয়া হয়েছে বলে জানিয়েছেন দপ্তরটির কর্মকর্তারা। তারা জানিয়েছেন, পশ্চিম আফ্রিকার দেশ বেনিন, শাদ, সুদান, ঘানা, ইউরোপের উত্তর মেসিডোনিয়া, কসোভো এবং এশিয়ার পাকিস্তানে পাঠানো হয়েছে এই সহায়তা। সবচেয়ে বেশি ১৯ টন খাদ্য সহায়তা দেয়া হয়েছে উত্তর মেসিডোনিয়াকে। এছাড়া বেনিনকে ১২ টন, ইন্দোনেশিয়াকে ৭ দশমিক ৮ টন এবং কসভোকে ৬ দশমিক ৩ টন খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct