আপনজন ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস সংগঠনকে মজবুত করতে বিভিন্ন জেলা কমিটি ঘোষণা করেছিল কিছুদিন আগে। এছাড়া তাদের ছাত্র সংগঠনকে মজবুত করতে নতুন রাজ্য কমিটি ও জেলা কমিটির তালিকাও প্রকাশ করে এ মাসের প্রথম দিকে। এবার তৃণমূল কংগ্রেস ২০২৪ লোকসভা ও আগামী পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে সর্বভারতীয় জাতীয় মুখপাত্র ও রাজ্য মুখপাত্রের তালিকা প্রকাশ করল শনিবার। তৃণমূল কংগ্রেস যে ২০ জনের জাতীয় মুখপাত্রের তালিকা প্রকাশ করেছে তাতে একজন মুসলিমও স্থান পেয়েছেন। তিনি হলেন রাজ্যসভার সাংসদ নাদিমুল হক। অন্যদিকে, রাজ্য মুখপাত্রের যে কমিটি ঘোষণা করা হয়েছে তা ৪০ জনের। সেই ৪০ জনের মধ্যে মুসলিম সদস্য সংখ্যা মাত্র তিনজন। তারা হলেন সাংসদ মৌসম নুর, কামাল হোসেন, মুহাম্মদ তৌসিফুর রহমান। এই তালিকায় স্থান পাননি ফিরহাদ হাকিম। সম্প্রতি সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে ধস নেমেছে বলে দলের অনেকাংশ মনে করলেও তার কোনও প্রতিফলন দেখা যায়নি তৃণমূলের সদ্য গঠিত জাতীয় মুখপাত্র কমিটিতে।
উল্লেখ্য, গত বছর যখন তৃণমূল কংগ্রেস তাদের রাজ্য কমিটি ঘোষণা করেছিল তাতে স্থান পেয়েছিলেন খ্রিস্টান সম্প্রদায়ের ডেরেক ও’ ব্রায়েন সহ সাত মুসলিম। বাকি ছজন মুসলিম হলেন ফিরহাদ হাকিম, আব্দুল করিম চৌধুরি, জাভেদ আহমেদ খান, মইনুল হাসান, জাকির হোসেন ও সওকত মোল্লা।তবে, সাগরদিঘি নির্বাচন পরবর্তীতে তৃণমূল যুব কংগ্রেস ও ছাত্র পরিষদের নতুন জেলা কমিটি ঘোষণা করা হয় যাতে স্থান পেয়েছেন ৬৬জন। এই ৬৬ জনের রাজ্য কমিটির তালিকায় ১২ জন সংখ্যালঘুকে স্থান দেওয়া হয়েছে। তবে, জাতীয় কমিটির ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের ২০জনের জাতীয় মুখপাত্র কমিটির মধ্যে মুসলিমদের একমাত্র প্রতিনিধি ও ৪০ জনের রাজ্য মুখপাত্র কমিটিতে ৩জন মুসলিম স্থান পাওয়ায় সংখ্যালঘুদের প্রতি তেমন গুরুত্ব না দেওয়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct