আপনজন ডেস্ক: আমেরিকার প্রথম হিজাব পরা বিচারক নাদিয়া কাহফ বৃহস্পতিবার শপথ নিয়েছেন। দুই বছর বয়সে সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো নাদিয়া কাহফ নিউ জার্সির গভর্নর মনোনীত হওয়ার পর বিচারক হন। আইনজীবী নাদিয়া কাহফ আমেরিকায় প্রথম হিজাব পরিহিত বিচারক হয়েছেন। নিউ জার্সি রাজ্যে তার নতুন পদে নিযুক্ত হওয়ার পরে, নাদিয়া কাহফ তার দাদীর কাছ থেকে উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত পবিত্র কুরআনের উপর হাত রেখে শপথ নেন। ৫০ বছর বয়সী নাদিয়া কাহফ বলেন, “আমি খুব খুশি এবং খুব গর্বিত। নাদিয়া কাহফ প্যাসাইক কাউন্টিতে দায়িত্ব পালন করবেন। নাদিয়া কাহফ প্রথম রাষ্ট্রীয় বিচারক হিসেবে মাথার স্কার্ফ পরেছিলেন, তবে তিনি প্রথম মুসলিম বিচারক নন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে মুসলিম মুসলিম বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন। এই নিয়ে আমেরিকান-ইসলামিক সম্পর্ক বিষয়ক কাউন্সিলের নিউ জার্সি চ্যাপ্টার নিউ জার্সি সুপিরিয়র কোর্টে শপথ গ্রহণের জন্য নাদিয়া কাহফকে অভিনন্দন জানিয়েছে। নাদিয়া মনোনয়ন এক বছর আগে হলেও সিনেটর ক্রিস্টেন কোরাডো আপত্তি করায় আটকে ছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct