নিজস্ব প্রতিবেদক, রাজারহাট, আপনজন: বিধাননগর পুরনিগমের ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মমতা মণ্ডল ও প্রাক্তন কাউন্সিলর আজিজুল হোসেন মন্ডলের উদ্যোগে খুদে পড়ুয়াদের মিষ্টি বিতরণ করা হল। জানা গেছে, স্বামী বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয় এবং ওয়ার্ড অন্তর্গত ন’টি অঙ্গওয়াড়ি স্কুলের প্রায় ৫০০ জন খুদে পড়ুয়াদের বাড়ির তৈরি মিষ্টি বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকালে ১২ নম্বর ওয়ার্ড কর্মীবৃন্দদের সাহায্যে পৃথক পৃথক স্কুলের শিক্ষা কর্মীদের হাতে খুদেদের সেই মিষ্টি পৌঁছে দেন আজিজুল। তিনি জানিয়েছেন, খুদে পড়ুয়াদের মিড ডে মিলের খাবারের শেষ পাতে একটু মিষ্টি পৌঁছে দিতে তার এই উদ্যোগ। অন্যদিকে, স্থানীয় রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জির ঐকান্তিক উদ্যোগে ওয়ার্ডের প্রাথমিক ও অঙ্গওয়াড়ি দুই শিক্ষাকেন্দ্রের শিশুদের খাবারের শেষ পাতে একদিন মিষ্টি খাওয়ানো হল। তাতে খুশি হল বাচ্চারা। অন্যদিকে, আজিজুল-মমতার পূর্ব নির্ধারিত কর্মসূচি হিসেবে চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের নির্দিষ্ট কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য পরিবহন ব্যবস্থা। বৃহস্পতিবার সেই ক্যাম্পে আগত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে ফলমূল ও জলের বোতল তুলে দেন আজিজুল-মমতা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct