এম মেহেদী সানি, গোবরডাঙ্গা, আপনজন: আগামী ২৯ মার্চ তৃণমূল ছাত্র ও যুব সংগঠনের যৌথ সমাবেশ অনুষ্ঠিত হবে শহিদ মিনারে। সেখানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সমাবেশেকে সাফল্যমন্ডিত করতে জেলা জুড়ে চলছে প্রস্তুতি সভা। বৃহস্পতিবার অশোকনগর তৃণমূল কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে অশোকনগর শহীদ সদন প্রেক্ষাগৃহে ওই প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন অশোকনগর বিধানসভার বিধায়ক নারায়ণ গোস্বামী। এ দিন তিনি বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতিগুলো উল্লেখ করে বাংলাকে নানাভাবে বঞ্চনার অভিযোগ তুলে জ্বালানি পেট্রোপণ্যসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সকল তৃণমূল নেতা কর্মী সমর্থকদের সমাবেশে যোগদানের আহ্বান জানান। মোদি সরকারকে নিশানা করে নারায়ণ গোস্বামী বলেন, ‘আমরা মাথা নত করে চলতে পারব না, লড়াই হবে, সেই লড়াইয়ে আপনাদের সামিল হতে হবে।’ নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে নারায়ণ গোস্বামী বাম জমানার কথা উল্লেখ করে কড়া ভাষায় সমালোচনা করেন। তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় চান মেধা স্বীকৃতি পাক।’ অন্যদিকে রমজান মাসের মধ্যেই তৃণমূল ছাত্র ও যুব সংগঠনের যৌথ সমাবেশর আয়োজনে অসন্তোষ প্রকাশ করছেন অনেকই। কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। রমজান মাসের ষষ্ঠতম দিনে ওই সমাবেশের ডাক দেওয়ায় সংখ্যালঘু মহলে জোর জল্পনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী বলেন, ‘কেন্দ্রীয় সরকার রমজানের মধ্যে লোকসভা এবং বিধানসভা নির্বাচন ফেলেছিল আমাদের সেই অভিজ্ঞতা রয়েছে তবুও, বাংলা সংখ্যালঘু মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জয়যুক্ত করেছে।’ বিধায়কের দাবি শহীদ মিনারের সমাবেশ থেকে ইফতারে নির্দিষ্ট সময়ের আগেই আমরা অশোকনগরে পৌঁছাব। সমস্ত সংখ্যালঘুরা নিশ্চিতভাবে তৃণমূলের সমাবেশে যোগ দেবেন বলে আশা করেছেন বিধায়ক নারায়ণ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct