জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া, আপনজন: এক নজরে দেখলে বোঝা যাবে না ঢালাই রাস্তা না পিচ রাস্তা। কোথাও কোথাও জমে আছে জল এবং মাটির আস্তরণের নিচে মুখ লুকিয়েছে কংক্রিটের রাস্তা অথবা পিচ ঢালা পাকা রাস্তা। শুধুমাত্র নিকাশি ব্যাবস্থা ঠিক মতো না করেই রাস্তা তৈরির ফলে এভাবেই পাকা রাস্তার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন ঝালদা থানার প্রত্যন্ত এলাকার বহু গ্রামের মানুষ। সরকারি পরিকল্পনায় রাস্তা হচ্ছে ঠিকই কিন্তু যারাই রাস্তা নির্মাণ করছেন তারাই রাস্তার জল কোন দিক দিয়ে বেরোবে সেটা ঠিক করতে পারছেন না। যার ফলে গড়িয়ে আসা জল রাস্তার ঢালু অংশে জমা করে দিচ্ছে প্রচুর পলি ,মাটি ,বালি এবং অবশ্যই জল। গত কয়েক দিনের বৃষ্টিতে এমনই ছবি দেখা গেল ঝালদার পুস্তি গ্রাম পঞ্চায়েতের কড়াডি গ্রাম সহ বেশ কতক গুলি গ্রামে। জঙ্গল পাহাড় নদী ঘেরা ঝালদায় বহু এলাকাতেই সরকার কিন্তু রাস্তার যোগাযোগ ব্যাবস্থা উন্নত করেছে। প্রতিটি ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে রাস্তার জল কোন দিক দিয়ে বেরোবে সে সম্পর্কে কোন পরিকল্পনা রাখেন নি রাস্তা নির্মাণ কারীরা। সম্প্রতি বৃষ্টিতে বিষয়টি পরিষ্কার হলো। কয়েকদিন ধরেই ঝড় বৃষ্টির মধ্যে দেখা গেল রাস্তা গুলির উপর জমেছে পলি, মাটি , বালি এবং তার উপরে এখনো জমে রয়েছে জল। যার ফলে একদিকে যেমন সমস্যা হচ্ছে পথচারীদের অন্যদিকে তেমনই ছোট গাড়ি পিছলে পড়ে যাওয়ার ভয় থাকছে। ছোট খাটো দুর্ঘটনা যে ঘটে নি এমনও বলা যাবে না। স্থানীয় বাসিন্দারা বলছেন ছোট খাটো ঘটনা ঘটেছে বেশ কয়েকটি। শুষ্ক আবহাওয়া থাকলেও এই বালি এবং মাটি তা হাওয়াই ভেসে উড়বে তখন আরও বেশী সমস্যা হবে । ফলে অবিলম্বে নিকাশি নালা না করলে এই রাস্তার সুফল কিন্তু মানুষ পুরোপুরি পাবেন না বলছেন স্থানীয় মানুষজন । আগামী ২৮ ই মার্চ পুরুলিয়া জেলা জুড়ে ৩২১ টি পাকা রাস্তার উদ্বোধন হবে।সেগুলোর ক্ষেত্রেও যদি নিকাশি নালা না করা হয় তাহলে সরকার লক্ষ লক্ষ টাকা খরচ করেও মিলবে না পাকা রাস্তার সুফল। সুতরাং নিকাশি ব্যবস্তা করা হোক পাকা রাস্তা করার সঙ্গে সঙ্গে বলছেন মানুষজন। বিষয়টি নিয়ে ঝালদা ১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক রাজকুমার বিশ্বাস কে ফোন করা হলে তিনি ফোন তোলেন নি। তবে এবিষয়ে তৃণমূলের ঝালদা ব্লক সভাপতি জয়প্রকাশ মাহাতো বলেন , জনগণের স্বার্থে সরকারি ভাবে প্রতিটি গ্রামেই পাকারাস্তা নির্মাণ করা হলেও কিছু মানুষ নিজ স্বার্থে রাস্তার উপরে বাড়ির অপ্রয়োজনীয় জিনিসপত্র ফেলে দিয়ে রাস্তার ভারসাম্য নষ্ট করছেন। পুরুলিয়া জেলা বিজেপি সাধারণ সম্পাদক শঙ্কর মাহাতো অবশ্য বলছেন এটাই দিদির উন্নয়নের নমুনা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct