অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: বালুরঘাট পৌরসভার প্রতিনিধিত্বে এক বছর পূর্তি উদযাপন উপলক্ষে ভ্রাম্যমাণ লাইব্রেরী উদ্বোধন হল। বৃহস্পতিবার বালুরঘাট পুরসভার প্রাচ্য ভারতি স্কুল সংলগ্ন এলাকায় এই ভ্রাম্যমান লাইব্রেরীর শুভ উদ্বোধন করা হয়। পুরসভার ২২ নং ওয়ার্ড জুড়ে এই ভ্রাম্যমান লাইব্রেরীর সুবিধা নিতে পারবে বই পিপাসুরা বলেই জানা গিয়েছে। এ বিষয়ে বালুরঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান প্রদীপ্তা চক্রবর্তী জানান, ‘আজকে আমাদের বালুরঘাট পুরসভার এক বছর পূর্তি হল। আমার ইস্তেহারেও উল্লেখ ছিল একটি ভ্রাম্যমান লাইব্রেরী আমি ওয়ার্ড কে উপহার দেব। সেই মতো আজকে এই ভ্রাম্যমান লাইব্রেরীর শুভ সূচনা করা হলো। এই লাইব্রেরীতে সব রকমই বই রয়েছে। গল্পের বই , উপন্যাস, ছোটদের বই, আইন সম্পর্কিত বই, ইংরেজি-বাংলা সহ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বইয়ে রয়েছে।’ পাশাপাশি প্রদীপ্তা আরো জানান, ‘এই ভ্রাম্যমান লাইব্রেরী সকাল আটটা থেকে রাত্রি ৮ টা পর্যন্ত খোলা থাকবে। এই ওয়ার্ডে তিনটে জায়গায় রাখা থাকবে দশ দিন, দশ দিন করে ।এই ধরনের ভ্রাম্যমান লাইব্রেরী মূলত বাইরের দেশে দেখা যায়।এটা ওপেন লাইব্রেরী। যে কেউ এখানে পড়তে পারে। পড়া হলে আবার বই রেখে দিয়ে চলে যেতে পারবে। বর্তমান প্রজন্ম যখন স্মার্টফোনে আসক্ত হয়ে পড়ছে, সেখানে এই প্রজন্মের ছেলেমেয়েদের বইয়ের প্রতি আকর্ষণ বাড়াতেই এই উদ্যোগ।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct