আপনজন ডেস্ক: অবশেষে ২০১৯ সালের ফৌজদারি মানহানি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার একদিন পরেই রাহুল গান্ধীকে সংসদ থেকে অযোগ্য ঘোষণা করা হল শুক্রবার। ভারতের বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে মানহানির দায়ে দোষী সাব্যস্ত করে দুই বছরের কারাদণ্ড দিয়েছে গুজরাতের সুরাতের আদালত। তার পরিপ্রেক্ষিতে জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫১-এর ৮ (৩) ধারা অনুসারে রাহুল গান্ধির সাঙসদ পদ খারিজ করল সংসদ। এর ফলে, রাহুলকে আর সাংসদ হিসেবে গণ্য কর যাবে না। ।
যদিও রাহুল গান্ধী শুক্রবার সকালে সংক্ষিপ্ত সময়ের জন্য লোকসভায় গিয়েছিলেন। ‘মোদি’ পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের ঘটনায় মানহানির মামলায় দোষী সাব্যস্ত হয়ে দুই বছরের কারাদণ্ড পাওয়ার পর দিন লোকসভায় গেলেও তার পরে সংসদের সিদ্ধান্ত অনুযায়ী তার সাংসদ পদ খারিজ করা হল।
উল্লেখ্য, সুপ্রিম কোর্ট ২০১৩ সালে এক মামলার রায়ে বলেছিল, কোনো মামলায় কোনো সংসদ সদস্য, বিধায়ক বা বিধান পরিষদের সদস্যের দুই বছর বা তার বেশি সাজা হলে সংশ্লিষ্ট ব্যক্তির সদস্যপদ সঙ্গে সঙ্গে খারিজ হয়ে যাবে। অন্যদিকে, জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫১-এর ৮ (৩) ধারা অনুসারে, যদি কোনো সংসদ সদস্য কোনো অপরাধে দোষী সাব্যস্ত হন, আর কমপক্ষে দুই বছরের সাজাপ্রাপ্ত হন, তাহলে তাঁর পদ খারিজ হবে। দোষী সাব্যস্ত হওয়া ও দুই বছরের সাজার কারণে সংসদ সদস্য হিসেবে রাহুল স্বয়ংক্রিয়ভাবে অযোগ্য হয়ে যাওয়ার ক্ষেত্রে সংসদও তাতে সিলমোহর দিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct