আপনজন ডেস্ক: উত্তর প্রদেশের জালুন জেলায় পুকুরের জল পান করায় নয় বছরের এক দলিত কিশোরকে মারধর করেছে তার শিক্ষক. এমনই অভিযোগ উঠেছে। শিশুটির বাবা-মায়ের দায়ের করা এফআইআর অনুসারে, তাদের ছেলেটি বেশ কয়েকদিন ধরে পেটে ব্যথায় ভুগছিল। জানা গেছে, গত ২১ মার্চ স্কুলে পড়ার সময় শিশুটি আবার ব্যথা অনুভব করলে পাশের পুকুর থেকে কিছুটা জল পান করে। বিষয়টি লক্ষ্য করে তার শিক্ষক শশী যাদব তাকে একটি কক্ষে আটকে রেখে মারধর করায় তার নাক দিয়ে রক্ত ক্রণ শুরু হয়। খবর পেয়ে শিশুটির মা স্কুলে ছুটে যান এবং শিক্ষককে জিজ্ঞাসাবাদ করেন। শিক্ষক তাকে হুমকিও দিয়েছিলেন বলে অভিযোগ করেন। তারবাবা-মা কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন। জেলাশাসককেও স্মারকলিপি দিয়েছেন। এছাড়াও শিশুটির বাবা-মা জেলা কালেক্টর এবং জেলা মৌলিক শিক্ষা কর্মকর্তার কাছে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য একটি স্মারকলিপি জমা দিয়েছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct