আপনজন ডেস্ক: ২০২৪ সালের সাধারণ নির্বাচনকে সামনে রেখে বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক রেডিও ভাষণ ‘মন কি বাত’-এর একটি সংকলন উত্তরপ্রদেশের মাদ্রাসা ও আলেমদের মধ্যে বিতরণ করবে। উত্তরপ্রদেশ বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি কুনওয়ার বাসিত আলি ২০২২ সালের জন্য প্রধানমন্ত্রীর রেডিও অনুষ্ঠানের ১২টি পর্ব সংকলন করেছেন। প্রধানমন্ত্রী মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১২টি পর্ব উর্দুতে অনূদিত হয়েছে এবং বই আকারে প্রকাশ করা হবে। ২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পর্বগুলি এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি আমি সংকলিত করেছি এবং মীরাটের তাবিশ ফরিদ অনুবাদ করেছেন। আশা করা হচ্ছে, রমজানের সময় বইটি প্রস্তুত ও ছাপা হবে। লক্ষ্য এই বইটি এক লাখ মানুষের কাছে পৌঁছে দেওয়া।বইটিতে দারুল উলুম দেওবন্দ এবং নদওয়াতুল উলেমার মতো ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের অভিনন্দন বার্তাও অন্তর্ভুক্ত করা হয়েছে। বইটি বিক্রির জন্য পাওয়া যাবে না। উত্তরপ্রদেশের মুসলিম অধ্যুষিত এলাকায় উপহার হিসেবে এটি বিতরণ করা হবে। বিজেপির রাজ্য সংখ্যালঘু সেলের কর্মীরা এই বইটি বিভিন্ন মাদ্রাসা, ইসলামিক পণ্ডিত, উর্দু শিক্ষক এবং উলেমাদের উপহার হিসাবে দেবেন। আলী বলেন, মুসলিম সম্প্রদায়ের মধ্যে প্রধানমন্ত্রীর বার্তা ছড়িয়ে দেওয়াই এই মহড়ার উদ্দেশ্য। তিনি বলেন, “অনেক সময় এমন হয় যে মুসলিম সম্প্রদায়ের লোকেরা প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ শুনতে অক্ষম, যা সমাজের উন্নতির জন্য সর্বদা একটি গভীর বার্তা লুকিয়ে থাকে। রেডিও অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রায়ই সরকারের বিভিন্ন প্রকল্প ও উদ্যোগের পাশাপাশি সামাজিক ক্ষেত্রে অসামান্য অবদান রাখা ব্যক্তিদের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘এই বই প্রকাশের উদ্দেশ্য হচ্ছে, মুসলিম সম্প্রদায়ও যেন উপকৃত হয় এবং প্রধানমন্ত্রীর বার্তায় অনুপ্রাণিত হয়। বিজেপি এপ্রিলে মুসলিম অধ্যুষিত কেন্দ্রগুলিতে ‘স্নেহ মিলন - এক দেশ, এক ডিএনএ’ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct