আপনজন ডেস্ক: তিন দিনের ওড়িশা সফরে গিয়ে বুধবার সকালে পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জগন্নাথ মন্দির দর্শনের আগে মুখ্যমন্ত্রী পুরীতে গড়ে উঠতে চলা বাংলার গেস্ট হাউসের জমিও পরিদর্শন করেন। পূর্ত দপ্তরের অফিসারদের নিয়ে গিয়ে যে জায়গায় বাংলার জন্য গেস্ট হাউস তৈরি হবে সেই স্পট পরিদর্শন করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, পুরী বাঙালিদের কাছে সেকেন্ড হোম। প্রত্যেক বছর বহু বাঙালি পর্যটক এখানে বেড়াতে আসেন। কিন্তু, বাংলার কোনও গেস্ট হাউস এখানে ছিল না। আমি ধন্যবাদ জানাচ্ছি উড়িষ্যার মুখ্যমন্ত্রীকে । তিনি এই জমি দিয়েছেন। এখানে বাংলার গেস্ট হাউস ‘বঙ্গভবন’ গড়ে উঠবে। মুখ্যমন্ত্রীর জমি দেখতে যাওয়ার সময় তার সঙ্গে ছিলেন ওড়িশার মুখ্যসচিব ও পুরীর জেলা শাসক। পুরীতে নির্মীয়মান বিমানবন্দরের কাছে জমি দেখে হাসি মমতা বলেন, ‘আমি খুশি আছুন্তি। জমি দেখুন্তি, পছন্দ হুন্তি। কাল নবীনজিকে সাথ মিলুন্তি।’জানা গেছে, পুরীতে আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি হচ্ছে যে জায়গা তারই কাছাকাছি একটি জমি বঙ্গভঙ্গ নির্মাণের জন্য পশ্চিমবঙ্গ সরকারে দেবে ওড়িশা। মমতার জমি পছন্দ হওয়ায় ওড়িশা সরকার ৯৯ বছরের জন্র জমি লিজ দেবে বঙ্গভবন তৈরির জন্য। বাংলার মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি ধন্যবাদ জানাচ্ছি মুখ্যমন্ত্রীকে তিনি এই জমি দিয়েছেন। আমার জায়গাটা পছন্দ হয়েছে। নতুন এয়ারপোর্ট হচ্ছে এখানে, ব্রিজও তৈরি হচ্ছে। এটা খুব ভাল জায়গা হয়ে উঠবে। এখানে বঙ্গভবন গড়ে উঠবে।’ বৃহস্পতিবার নবীন পট্টনায়েকের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct