আপনজন ডেস্ক: দিল্লিজুড়ে পোস্টার পড়েছে ‘মোদি হটাও, দেশ বাঁচাও’। দিল্লি পুলিশের নতুন কাজ সেই পোস্টার সরানো এবং এফআইআর দাখিল করা। মঙ্গলবার থেকে বুধবার সকাল পর্যন্ত এসব পোস্টার দিল্লি পুলিশের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়। পোস্টার–কাণ্ডে শতাধিক এফআইআর দাখিলের পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে চারজনকে। উদ্ধার হয়েছে ২ হাজার পোস্টারের বান্ডিল। অভিযোগের তির দিল্লির শাসক দল আম আদমি পার্টির দিকে। সকালেই আপ ট্যুইট করে বলে, ‘মোদি সরকারের স্বৈরতন্ত্র চরমে পৌঁছেছে।’ লালের ওপর সাদা দিয়ে লেখা ওই পোস্টারের প্রতিলিপি দিয়ে টুইটে আপ জানতে চেয়েছে, ‘এই পোস্টারে আপত্তিকর কী এমন আছে যে মোদিজিকে ১০০টি এফআইআর করতে হয়? প্রধানমন্ত্রী মোদি, সম্ভবত আপনার জানা নেই, ভারত একটি গণতান্ত্রিক দেশ। এক পোস্টারকে এত ভয়?’ দিল্লি পুলিশের দাবি, গতকাল আপ অফিসের কাছ থেকে একটি ডেলিভারি ভ্যান আটক করা হয়। তাতে নাকি বহু পোস্টার পাওয়া যায়। ভ্যানচালক নাকি বলেছেন, তাকে ওই পোস্টার আপ অফিসে দিয়ে আসতে বলা হয়। পুলিশের দাবি, ওই চালক নাকি বলেছেন, সোমবারেও তিনি আপ অফিসে পোস্টার দিয়ে এসেছেন। পুলিশের আরও দাবি, যে দুই ছাপাখানায় ওই পোস্টার ছাপা হয়েছিল, তাদের মালিককে আটক করা হয়েছে। দিল্লি পুলিশ এফআইআর করেছে প্রধানত তিনটি ‘অপরাধে’। একটি যত্রতত্র পোস্টার সেঁটে শহরের সৌন্দর্য নষ্টের অভিযোগে। দ্বিতীয়ত, যে প্রেস ছাপাচ্ছে, তার উল্লেখ না থাকা। তৃতীয়ত, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করা। পোস্টার সরিয়ে দেওয়ার কারণও এই তিনটি। দিল্লি পুলিশের বিশেষ কমিশনার দীপেন্দ্র পাঠক বার্তা সংস্থা এএনআইকে বলেছেন, প্রিন্টিং প্রেস এবং সম্পত্তির ক্ষতিসাধন বিরোধী দুই আইন ও শহরের সৌন্দর্যহানির অভিযোগে একাধিক মামলায় এফআইআর দাখিল করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct