অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট: অবৈধভাবে বিক্রয় করা হচ্ছিল ই-রিকশা। বিষয়টি জানতে পেরেই ওই অবৈধ ভাবে বিক্রয় করা ই-রিকশার গোডাউনে অভিযান চালায় পরিবহন দফতর। মঙ্গলবার বালুরঘাট থানার অন্তর্গত ভুষিলা এলাকায় এই অভিযান চলে। জানা গিয়েছে, বেআইনিভাবে ই-রিকশা বিক্রয় করা হচ্ছিল এই অভিযোগ পেতেই ভুষিলা এলাকার দুটি ই-রিকশার গোডাউনে অভিযান চালায় পরিবহন দপ্তর। ওই এলাকার গোডাউন্টি থেকে ১২ টি ই-রিকশা বাজেয়াপ্ত করা হয়েছে। আরো একটি গোডাউনে বেশ কিছু ই-রিকশার সন্ধান মিলেছে। পরিবহন দফতরের তরফে সেখানেও এদিন অভিযান চালানো হবে বলে জানা গিয়েছে।এ বিষয়ে আরটিও সন্দীপ সাহা জানান, ‘এখানে অ্যাসেম্বেলড করে ই-রিকশাগুলোকে বিক্রয় করা হচ্ছিল। যা আইনত একদম অবৈধ। শহরকে যানজট মুক্ত করবার জন্য আমরা যেখানে প্রচেষ্টা শুরু করেছি। জেলা প্রশাসন, মিউনিসিপালিটি,পুলিশ, পরিবহন দপ্তর-সকলের তরফ থেকে প্রচেষ্টা শুরু করা হয়েছে। সেখানে এই বেআইনিভাবে অ্যাসেম্বেলড করা টোটো গুলি বিক্রি করবার জন্য আমরা এই বিষয়টি কে কিছুতেই নিয়ন্ত্রনে আনতে পারছিলাম না। আমাদের কাছে খবর ছিল বহুদিন ধরে। আমরা চেষ্টা চালাচ্ছিলাম। অবশেষে আজ প্রায় চারটি জায়গাতে আমরা অভিযান চালাই । গাড়ি রেজিস্ট্রেশন না করে ক্রেতার হাতে তুলে দেওয়ার কোন আইন নেই।অ্যাসেম্বেলড করাটাও বেআইনি। গাড়ি রেজিস্ট্রেশন করে তারপর সেটাকে ক্রেতার হাতে হাতে তুলে দেওয়া নিয়ম।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct