মনিরুজ্জামান, সল্টলেক: মঙ্গলবার সল্টলেকের মৌলানা আবুল কালাম আজাদ ভবনে পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা পর্ষদের নবগঠিত বোর্ডের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।এই বৈঠকে সভাপতিত্ব করেন পর্ষদ সভাপতি ড. আবু তাহের কামরুদ্দীন। তিনি উপস্থিত পুরনো এবং নতুন পর্ষদ সদস্যদের স্বাগত জানিয়ে বলেন, সকলের সহযোগিতায় মাদ্রাসা শিক্ষা পর্ষদ ভালো ভাবেই কাজ করে চলেছে। আগামী দিনগুলোতে পঠনপাঠনের সাথে সাথে শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে সকলকে সচেষ্ট হওয়ার আহ্বান করেন। পর্ষদের সিনিয়র সদস্য একেএম ফারহাদ উপস্থিত পদাধিকারীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, শিক্ষার্থীদের পঠন পাঠনে মাদ্রাসা শিক্ষা পর্ষদ সুনামের সঙ্গে কাজ করছে। তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন রাজ্যের মন্ত্রী মো. গোলাম রব্বানী সহ দপ্তরের আধিকারিকদের। বিদ্যালয় ছুট কমানো, পঠন পাঠনে শিক্ষক শিক্ষিকাদের ভূমিকাকে প্রশংসা করেন ফারহাদ। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন সদস্য বিধায়ক ইমানি বিশ্বাস, বিধায়ক রহিমা মন্ডল,সচিব সেখ আব্দুল মান্নাফ আলী, উপসচিব ডঃ আজিজার রহমান,সাবানা সামিম,সদস্য সামিম আক্তার কাশমি,মোঃ সাকিলুর রহমান, আনসার আলী, মোজাফফর হোসেন, জাকির হোসেন, মুজিবর রহমান, রসিদুল ইসলাম সহ নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct