নিজস্ব প্রতিবেদক, মালদা: কালিয়াচক ২নং ব্লক মোথাবাড়ি এলাকার বাবলা স্ট্যান্ড হতে দূরবর্তী স্থানে এক প্রতীক্ষালয় ঘিরে ক্ষোভ সাধারণ মানুষের মধ্যে। অভিযোগ, প্রতীক্ষালয়টি ব্যবহার যোগ্য স্থানে নির্মাণ না হওয়ায় একেবারে নষ্ট হয়ে গেছে। পাশাপাশি নিম্নমানের বালি সিমেন্ট দিয়ে তৈরি হওয়ায় ভেঙে পড়ছে প্রতীক্ষালয়ের একাংশ। ওই এলাকার স্থানীয় এক বাসিন্দার অভিযোগ, এমন জায়গায় প্রতীক্ষালয়টি হয়েছে সেটি সাধনার ব্যবহারযোগ্য নয়। সাধারণ মানুষের জন্য নির্মাণ হওয়া প্রতীক্ষালয়টি একেবারে নষ্ট হচ্ছে। স্থানীয় শিক্ষক মীর আবুল হায়াত আলীর বক্তব্য, ওই প্রতীক্ষালয় নিম্নমানের ও ভুল জায়গায় নির্মাণ করা হয়েছে। ওই জায়গায় প্রতীক্ষালয় তৈরি নির্বুদ্ধিতার পরিচয়।
স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য তথা কালিয়াচক ২ নম্বর ব্লকের বিরোধী দলনেতা মানব মন্ডল জানিয়েছেন, পূর্ববর্তী পঞ্চায়েত এর জন্য দায়বদ্ধ। এর প্রতিকার নির্মাণ করতে সরকারি বহু টাকা নষ্ট হয়েছে। ভুল জায়গায় তৈরি করা হয়েছে। ফলে সাধারণ মানুষের কোন কাজেই লাগে না। অথচ বাবলা স্ট্যান্ডে একটি প্রতীক্ষালয় নেই। রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান শামসুন নেহা জানিয়েছেন, আমি ওই প্রতিক্ষালয়টি রিপিয়ার করে মানুষের ব্যবহারযোগ্য করে তোলার চেষ্টা করব। কালিয়াচক ২নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক রমল সিং বিরদী জানিয়েছেন, বিষয়টি নিয়ে স্থানীয় পঞ্চায়েতের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct