সঞ্জীব মল্লিক, বাঁকুড়া: রেশনের খাবার নিম্নমানের রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রীকে সামনে পেয়ে অভিযোগ গ্রামবাসীদের । সিমলাপাল ব্লকের সিমলাপাল অঞ্চলে দুয়ারে একদিন কর্মসূচিতে আসেন রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি । সিমলাপাল ব্লকের লায়েকপাড়া গ্রামে গেলে মন্ত্রীকে কাছে পেয়ে গ্রামবাসীরা তাদের ক্ষোভ উগরে দিলেন । চিত্তরঞ্জন সিংহমহাপাত্র নামে এক গ্রামবাসী রেশনের আটা দেখিয়ে মন্ত্রীর কাছে অভিযোগ করলেন । মন্ত্রী সেটিকে দেখে নিজে কিছুটা খেয়ে তার নিজের কাছে সেম্পেল হিসেবে রেখে দিলেন । এই আটা প্যাকেটটিকে পরীক্ষার জন্য পাঠানো হবে বলে জানা গেছে এবং তদন্ত হবে । দোষীদের উপযুক্ত শাস্তি হবে এমনটাই আমাদের ক্যামেরার মুখোমুখী হয়ে বললেন খাদ্য দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct