টপি লস্কর, মন্দিরবাজার: প্রভাব খাটিয়ে নিজের পরিবারের একাধিক সদস্যদের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ তুলে সুন্দরবন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি জয়দেব হালদারের বিরুদ্ধে পোস্টার পড়ল সুন্দরবন এলাকাজুড়ে। যা নিয়ে শোরগোল পড়েছে এলাকায়। জানা যায়, সম্প্রতি উচ্চ আদালতের নির্দেশে বাতিল হয়েছে মন্দিরবাজারের বিধায়ক তথা সুন্দরবন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি জয়দেব হালদারের বড় ছেলে সুদীপ হালদারের গ্রুপ সি এর চাকরি। আর এবার বিধায়কের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে পরিবারের সদস্যদের অবৈধভাবে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ তুলে সুন্দরবন জেলাজুড়ে পড়ল পোস্টার, যেখানে উল্লেখ করা হয়েছে বিধায়ক জয়দেব হালদারের ‘কীর্তি’। পোস্টারে লেখা হয়েছে বিধায়ক জয়দেব হালদার তার পরিবারের সদস্যদেরকে নিজের প্রভাব খাটিয়ে চাকরি পাইয়ে দিয়েছেন। পরিবারের একাধিক সদস্য বড় ছেলে, শালিকা, ভাগ্নি, ভাগ্নি জামাই, ছোট ছেলে, ভাইপো ভাইয়ের বউ সহ পরিবারের একাধিক সদস্যকে বিভিন্ন জায়গায় নিজের প্রভাব খাটিয়ে অবৈধভাবে চাকরি পাইয়ে দিয়েছেন বিধায়ক। সুন্দরবন জেলাজুড়ে এমনই পোস্টার পড়ায় শোরগোল পড়েছে এলাকায়।
অবশ্য এই ঘটনায় বিরোধীরা বিধায়ক জয়দেব হালদারের পদত্যাগ দাবি করে সরব হয়েছেন। অন্যদিকে নিজের নামের পোস্টার পড়ার ঘটনায় তিনি কিছু জানেন না, এমনটাই জানিয়েছেন বিধায়ক জয়দেব হালদার। পাশাপাশি তিনি বলেন, চাকরি দেওয়ার ক্ষমতা তার নেই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct