সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: বীরভূম জেলা খয়রাশোল ব্লক জনসাধারণের সংগ্রাম কমিটির তরফ থেকে একশো দিনের কাজ,ব্লক এলাকায় অবস্থিত গঙ্গারামচক ও বড়জোড়া কয়লা খনিতে স্থানীয় বেকারদের কাজ,সন্ত্রাসমুক্ত সমাজ সহ নানান দাবি নিয়ে মঙ্গলবার খয়রাশোল বিডিও কে ডেপুটেশন প্রদান করা হয়।ডেপুটেশনের মূল দাবি ছিল এলাকার কয়লাখনি থেকে কয়লা উত্তোলনের পরিমাণ এক মিলিয়ন থেকে তিন মিলিয়নের সিদ্ধান্ত বাতিল করা।উল্লেখ্য গত ৬ ফেব্রুয়ারি খয়রাশোল ব্লক অফিসে গণ শুনানির নামে প্রহসন করে গঙ্গারামচক কয়লা খনি কর্তৃপক্ষ জেলা প্রশাসনকে সাথে নিয়ে এই ৩০ লাখ টন কয়লা উত্তোলন করার সিদ্ধান্ত ঘোষণা করেছে। অথচ এলাকার বেকার যুবক জমিহারা কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণের জন্য কোন ঘোষণা নেই। রাস্তাঘাট পানীয় জল এবং উন্নয়নের কোনও ঘোষণা নেই। সেদিন গণশুনানী তে সকল এলাকাবাসী তিন মিলিয়ন কয়লা উত্তোলনের বিরোধিতা করে এবং এলাকায় উন্নয়নের দাবি তোলে সেগুলো নস্যাৎ করে শাসকদলের মদতে প্রশাসন পরিচালিত হচ্ছে বলে সংগঠনের দাবি।তাদের হুঁশিয়ারি খয়রাশোল ব্লকের
সমস্ত ক্ষতিগ্রস্ত গ্রামগুলির জমির মালিক বর্গাদার ক্ষেতমজুর এলাকার বেকার যুবকের কর্মসংস্থান রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ সেচের জল সরবরাহ উন্নয়নের সার্বিক কর্মসূচি বাস্তবায়িত না করে কয়লা উৎপাদন করা চলবে না তদুপরি বর্তমান বিশ্বের সর্বোচ্চ জলবায়ু দূষণ সংক্রান্ত প্রতিরোধে খোলা খাদ কয়লা খনি নতুন ভাবে চালু করা চলবে না। আরো বলেন খয়রাশোল ব্লকের সমস্ত রাজনৈতিক দল ও গোষ্ঠীগুলি সহ জনগণের সকল অংশের মানুষকে পুনরায় ব্যাপক প্রচার করে গণ শুনানির ব্যবস্থা করতে হবে। এছাড়াও খরাগ্রস্ত খয়রাসোলের সমস্ত গ্রামে অবিলম্বে একশ দিনের কাজ চালু করা, উৎপাদিত ফসলের বিশেষত সংকটগ্রস্ত আলু চাষীদের ন্যূনতম সহায়ক মূল্য প্রদান সুনিশ্চিত করা, অবিলম্বে বেআইনি বালি পাচার সহ বেআইনি কার্যকলাপ বন্ধ করা ইত্যাদির দাবিতে মিছিল ও ডেপুটেশন প্রদান করা হয় । এদিন গোষ্ঠডাঙ্গা থেকে মিছিল সহকারে ব্লক অফিস চত্বরে এসে জমায়েত হয় এবং আজকের ডেপুটেশনের মূল বিষয়বস্তু নিয়ে বক্তব্য রাখেন জনসাধারণের কমিটির পক্ষে সেখ বাবু, সেখ নাসিম,জুবের খান,প্রশান্ত ঘোষ,নারায়ণ বাউরি প্রমুখ নেতৃত্ব। পরবর্তীতে জনসাধারনের সংগ্রাম কমিটির পক্ষ থেকে পাঁচজন প্রতিনিধি গিয়ে বিডিও র হাতে স্মারকলিপি তুলে দেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct