আপনজন ডেস্ক: ওমান জানিয়েছে, ইসরাইলি ফ্লাইটগুলো তাদের আকাশসীমা ব্যবহার করতে পারবে। তবে তাদের জন্য ওমানের ভূখণ্ডে নামার কোনো অনুমতি নেই। ওমানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সভাপতি নায়েফ আল-আব্রি বলেছেন সোমবার এ তথ্য জানিয়েছেন। আব্রি বলেন, বেসামরিক বিমান চলাচলের ক্ষেত্রে আন্তর্জাতিক চুক্তিগুলো মেনে চলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে আমরা বৈশ্বিক প্রতিযোগিতায় ওমানের সূচককেও উন্নীত করতে চাই। আর সে কারণেই আন্তর্জাতিক চুক্তির সকল শর্ত মেনে চলতে বিমান কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। ইসরায়েলি ফ্লাইটগুলো সম্পর্কে প্রশ্ন করা হলে আল আব্রি বলেন, এই বিষয়ে কর্তৃপক্ষের বিবৃতি স্পষ্টই ছিল। এতে বিস্তারিত বলা হয়েছে, ইসরায়েলি ফ্লাইটগুলো কেবল ওমানের আকাশপথ ব্যবহার করতে পারবে, আকাশসীমা ব্যবহার করে অন্য দেশে যেতে পারবে। তবে জরুরি কোনো কারণ ছাড়া ওমানে নামার কোনো অনুমতি তাদের নেই। এ নির্দেশনা ওমানের যে কোনো বিমানবন্দরের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct