আপনজন ডেস্ক: মঙ্গলবার বিহার বোর্ডের হায়ার সেকেন্ডারির ফল প্রকাশিত হয়েছে। মোট ৮৩.৭০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এটি গতবারের তুলনায় ৩.৫৫ শতাংশ বেশি। আর্টস, সায়েন্স, বিজ্ঞান তিনটি বিভাগেেই মেয়েরা শীর্ষ স্থান অধিকার করেছে কলা, বিজ্ঞান ও বাণিজ্য শাখায় ১৩ বছরে মোট ৪ হাজার ৫৮৬ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। এর মধ্যে পাস করেছে ১০ লাখ ৯১ হাজার ৯৪১ জন শিক্ষার্থী। প্রথম বিভাগসহ সর্বোচ্চ পাসের হার ৪৭%। প্রথম বিভাগ-৫ লাখ ১৩ হাজার ২২২, দ্বিতীয় বিভাগ-৪ লাখ ৮৭ হাজার ২২৩ এবং তৃতীয় বিভাগ-৯১ হাজার ৫০৩ জন শিক্ষার্থী পাস করেছে। কলা বিভাগে পূর্ণিয়ার বায়াসি সিনিয়র সেকেন্ডারি স্কুলের মোহাদ্দিসা কলা বিভাগে ৯৫ শতাংশ নম্বর পেয়ে প্রথম হয়েছেন। বিজ্ঞান বিভাগে খাগাড়িয়ার আর লাল কলেজের আয়ুষী নন্দন ৯৪.৮ শতাংশ এবং বাণিজ্যে ঔরঙ্গাবাদের এস সিনহা কলেজের সৌম্য শর্মা ৯৫ শতাংশ পেয়ে প্রথম হয়েছেন। টপারদের কাছে নগদ ও ল্যাপটপ
বিজ্ঞান, কলা, বাণিজ্যে প্রথম শীর্ষ স্থান অধিকারীকে বিহার বোর্ডের তরফে দেওয়া হবে ১ লাখ টাকা, একটি ল্যাপটপ এবং একটি কিন্ডল ই-বুক রিডার। দ্বিতীয় স্থানাধিকারীদের জন্য ৭৫ হাজার টাকা, একটি ল্যাপটপ এবং একটি ই-বুক রিডার। তৃতীয় দের ৫০ হাজার টাকা, একটি ল্যাপটপ এবং একটি কিন্ডল ই-বুক রিডার দেওয়া হবে। তিনটি বিভাগে যারা চার থেকে ছয়তম স্থান পেয়েছেন তারা ১৫ হাজার টাকা পাবেন। কলা বিবাগে পঞ্চম স্থান অধিকার করেছেন মোহাম্মদ শারিফ। বিহার বোর্ড জানিয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার ৩৯ দিনের মধ্যেই এই ফল প্রকাশিত হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct