নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: স্যততার সঙ্গে বাজেট হয়েছে। যে বাজেট হয়েছে সেটা সরকারের সি এন এফ দিয়ে হয়েছে। যারা জানে না আমি বলবো ভগবান তাদের কে ক্ষমা করুক। ১৪৪ টি ওয়ার্ডে সবাই মিলে আমাদের টিম। আমরা অপ্রয়োজনীয় খরচ করব না । তাদের যে প্রয়োজন সেটা নিয়েও আমরা খরচ করব। সেটা নিশ্চিত খরচ করতে পারলে ভালো হবে। মঙ্গলবার বাজেট অধিবেশনের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বলেন কলকাতা পৌরসভার মেয় ফিরহাদ হাকিম। তিনি বলেন, আমার বিশ্বাস সুদীপ বন্দোপাধ্যায়ের কাছে যে বিরোধী কাউন্সিলররা গেছেন তাদের কে সাহায্য করেছেন। সুকান্ত মজুমদার বলেছেন ,কেন্দ্রীয় টিম পৌরসভাতে আসুন। সেটা নিয়ে মেয়র ফিরহাদ হাকিম বলেন, আসুক না দেখে যান। যারা বলছে দুর্নীতি। তারা অনেক কিছু বলেন। প্রথম তো নরেন্দ্র মোদী কে পদত্যাগ করা উচিত । কারণ তার ঘনিষ্ট ছিলেন এই ব্যবসায়ীরা। সর্বদলীয় বৈঠকে বিধান সভায় ঠিক হয়েছিল। পরে বিজেপি নিজে তাদের অবস্থান থেকে সরে এসেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ে মানুষের টাকার বঞ্চনার জন্যই তিনি অবস্থানে বসার কথা বলেছেন। আমরা প্রত্যেক বছর আগে প্ল্যানিং কমিশনে যেতাম। এখন প্ল্যানিং কমিশন তুলে দিয়েছে। বিরোধী দলের চিঠিতে কেন্দ্রীয় টিম আসছে। কিন্তু প্ল্যানিং কমিশন তুলে দিয়েছে। যেহুতু বাংলার মানুষ অবকি বার ২০০ পার ব্যর্থ করেছে। পুরসভায় ইডির তদন্তে দুর্নীতির যে বিষয় উঠে এসেছে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফিরহাদ বলেন, এটা নিয়ে আমি নজর রাখছি। এই কাজ হয়েছে বাম আমলে । সেই সময় আগে কমিশন ছাড়া হয়েছে। তখন তো আমি ছিলাম না। এটা তদন্ত করে তারাই বলতে পারবে। বিজ্ঞাপন সংস্থাগুলিকে কলকাতায় বিজ্ঞাপন হোডিং ব্যবসা করতে গেলে এখন থেকে টেন্ডার অনলাইনে দিতে হবে। এটা আমরা প্রত্যেকটি ক্ষেত্রে করে দেব বলে জানান মেয়র। এখনই সম্পত্তি কর কমানো যায় কি না,সেটা খুঁটিয়ে দেখা হবে। যেসব সম্পত্তি এখনও করের মধ্যে আসেনি। সেটা ঘুরে ঘুরে খুঁটিয়ে দেখতে হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct