সুরজীৎ আদক, উলুবেড়িয়া, আপনজন: বাসের সঙ্গে প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৩ যুবকের।দুর্ঘটনা যেন পিছু ছাড়ছে না শহর উলুবেড়িয়ায়! মঙ্গলবার সকালে ১৬ নং জাতীয় সড়কে বাগনান থানার অন্তর্গত ঈশ্বরীপুরের কাছে মর্মান্তিক পথদুর্ঘটনার সাক্ষী থাকল বাগনান থানার অন্তর্গত ঈশ্বরীপুরের কাছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় এদিন সকাল সাড়ে ৮ টা নাগাদ হাবড়া দীঘা রুটের একটি সরকারি বাস হাবড়া থেকে দীঘা যাওয়ার পথে ঈশ্বরীপুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিকে লেনে চলে আসে। সেই সময় উল্টোদিকে কলকাতা অভিমুখে যাওয়া একটি চারচাকা গাড়িকে ধাক্কা মারে। চারচাকা গাড়িতে চালকসহ ৩জন ছিল। ঘটনাস্থলেই ৩ জনেরই মৃত্যু হয়। দুর্ঘটনায় ৩ জন বাসযাত্রী আহত হয়েছে। তাদের উদ্ধার করে বাগনান গ্রামীণ হাসপাতাল ও উলুবেড়িয়া মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। চারচাকা গাড়ি থেকে পুলিশ গ্যাস কাটার দিয়ে মৃতদেহ গুলি বার করে উলুবেড়িয়ার শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।মর্মান্তিক দুর্ঘটনার ঘটার এক ঘন্টার মধ্যেই দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন হাওড়া গ্রামীণ জেলার পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া,উলুবেড়িয়া মহকুমা পুলিশ আধিকারিক সিদ্ধার্থ ধোপোলা এছাড়াও ছিলেন বাগনান থানার আইসি অভিজিত দাস সহ অন্যান্য পুলিশ প্রশাসনের ব্যক্তিবর্গ। দুর্ঘটনায় তিনজনের পরিচয় জানা গিয়েছে পুলিশ সূত্রে।তাঁদের নাম-দীপক পণ্ডিত(চন্দ্রকোনা),প্রীতম চক্রবর্তী(কোতোয়ালি),সঞ্জিত মাহাতো(লালগড়)।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct